Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপিএলের থিম সংয়ে কিছু অংশ লিখেছেন প্রধান উপদেষ্টা

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২৪ ২২:১৪ | আপডেট: ৪ ডিসেম্বর ২০২৪ ০১:৪০

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) জাকজমক করে আয়োজন করতে সম্ভাব্য সব কিছুই করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার অংশ হিসেবে আজ বেশ বড়সড় এক আয়োজন করে বিপিএল-২০২৫ এর গ্রাফিতি ও থিম সং প্রকাশ করা হলো। জানা গেল, বিপিএলের থিম সংয়ের কিছু অংশ লিখেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এই কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া প্লাজার সামনে অংশটা বেশ রঙিন সাজে সেজেছিল। সন্ধ্যায় সেখানে ঘটা করে বিপিএলের গ্রাফিতি ও থিম সং প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। নিজের বক্তব্যে থিম সংয়ে প্রধান উপদেষ্টার সম্পৃক্ততা তুলে ধরেন আসিফ মাহমুদ। তিনি বলেন, ‘আমি যখন স্যারকে বলি, স্যার, আপনি তো অলিম্পিকসহ অনেক অনেক বড় ইভেন্টের ডিজাইনে পরামর্শ দিয়ে থাকেন, আমাদেরও যদি একটু সহায়তা করেন। আমি তখন আশা করিনি যে স্যার ব্যক্তিগতভাবে এতটা সম্পৃক্ত হয়ে যাবেন। স্যার স্যারের টিমকে নিয়ে আমার চেয়েও বেশি সম্পৃক্ত ছিলেন। এমনকি থিম সংয়েও (বিপিএলের) স্যার কয়েকটি লাইন নিজে লিখে দিয়েছেন।’

‘এলো বিপিএল’ থিম সংয়ে প্রধান উপদেষ্টার যোগ করা অংশটি হলো, ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’। তার এই কথাটাকেই বিপিএলকে কেন্দ্র করে দেশব্যাপী হতে যাওয়া তারুণ্যের উৎসবের গ্লোগান করা হয়েছে।

প্রধান উপদেষ্টার দুটি লাইনকে যেভাবে উপস্থাপন করেছে তাতে বিসিবিকে ধন্যবাদ দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। আসিফ মাহমুদ বলেন, ‘স্যারকে অনেক অনেক ধন্যবাদ। বিসিবি সেটাকে (বিপিএল নিয়ে প্রধান উপদেষ্টার পরামর্শ) অনেক সুন্দরভাবে বাস্তবায়ন করেছে, সে জন্য বিসিবিকেও অসংখ্য ধন্যবাদ।’

বিজ্ঞাপন

এবারের বিপিএলের মাধ্যমে ক্রিকেটের যে সংস্কার তা দৃশ্যমান হবে বলেছেন ক্রীড়া উপদেষ্টা। তিনি বলেন, ‘আমরা নতুন বাংলাদেশের কথা বলছি। অনেক ত্যাগের বিনিময়ে, রক্তের বিনিময়ে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। সুতরাং সবকিছুকেই আমরা নতুনভাবে সাজাতে চাই। নতুনভাবে সংস্কার করতে চাই। এবারের বিপিএল আয়োজনের মধ্য দিয়ে ক্রিকেটের যে সংস্কার, সেটার প্রতিফলন দর্শকেরা দেখতে পাবেন।’

বিপিএলের থিম সংটি লিখেছেন গোলাম মোর্শেদ, হান্নান হোসেন শিমুল ও মাসুদুর রহমান। কণ্ঠ দিয়েছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী গায়ক মুজা, ব্যান্ড শিল্পী রায়েফ আল হাসান রাফা এবং র‌্যাপার হান্নান হোসাইন শিমুল। গানে নৃত্য ‍ও মডেলিং করেছেন রিদি শেখ।

থিম সংয়ের সঙ্গে বিপিএলের গ্রাফিতিতে জুলাই-আগস্ট ছাত্র-জনাতার আন্দোলনের ছবি ফুটে উঠবে। আন্দোলনের সময় ছাত্র-ছাত্রীরা সড়ক, দেয়ালে যেসব গ্রাফিতি এঁকেছিল সেসব ফুটিয়ে তোলা হবে বিপিএলের থিমে।

সারাবাংলা/এসএইচএস

বিপিএল ২০২৫

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর