Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কখন হবে বাংলাদেশের দ্বিতীয় টেস্টের টস?

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩০ নভেম্বর ২০২৪ ২২:৩৭

ভেজা আউটফিল্ডের জন্য বিলম্বিত বাংলাদেশ-উইন্ডিজ দ্বিতীয় টেস্টের টস

কিংস্টনে উইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের টস হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় রাত ৮.৩ টায়। ম্যাচ শুরুর সময় ছিল রাত ৯.০০টায়। কিন্তু জ্যামাইকায় গত কয়েকদিনের টানা বৃষ্টিতে আউটফিল্ড ভেজা থাকায় টসই হয়নি। 

বাংলাদেশ সময় রাত দশটায় আম্পায়াররা এক দফা পরিদর্শনের করেছেন, কিন্তু খেলার উপযোগী হয়নি মাঠ। রোদ ঝলমলে দিন থাকলেও আউটফিল্ডের বিভিন্ন জায়গা এখনো রয়ে গেছে ভেজা ও স্যাঁতস্যাঁতে।

বিজ্ঞাপন

স্থানীয় সময় দুপুর একটায় দ্বিতীয়বার মাঠ পরিদর্শন করবেন আম্পায়াররা। অর্থাৎ বাংলাদেশ সময় রাত ১২টায় জানা যাবে কখন হচ্ছে এই ম্যাচের টস।  

দুই ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে আছে ক্যারিবিয়ানরা।

সারাবাংলা/জেটি

বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর