Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডারবানে ইয়ানসেনের ইতিহাস, বড় জয়ে এগিয়ে প্রোটিয়ারা

স্পোর্টস ডেস্ক
৩০ নভেম্বর ২০২৪ ১৯:০৬

১১ উইকেট নিয়ে ম্যাচ সেরা মার্কো ইয়ানসেন

স্ট্রাইকে তখন আসিথা ফার্নান্দো, মার্কো ইয়ানসেনের হাত থেকে ছুটে গেল ১৩৫ কি.মি প্রতি/ঘণ্টা বেগের একটা লেংথ বল। উইকেট থেকে সরে খেলতে গিয়ে ফার্নান্দো খুইয়ে বসেন স্টাম্প। ডারবানের কিংসমিডে ইয়ানসেনের এই বলে ম্যাচ ২৩৩ রানে ম্যাচ জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠল দক্ষিণ আফ্রিকা। শ্রীলংকার বিপক্ষে লিখল ইতিহাস। 

ইয়ানসেনের তোপে প্রথম ইনিংসে নিজেদের ইতিহাসের সর্বনিম্ন দলীয় সংগ্রহ মাত্র ৪২ রানে গুটিয়ে যায় শ্রীলংকা। ৬.৫ ওভার বল করে এক মেইডেনসহ মাত্র ১৩ রান দিয়ে নেন ৭ উইকেট। দ্বিতীয় ইনিংসেও ইয়ানসেনের আগুনেই পুড়ল লংকানরা। এই ইনিংসে চার উইকেট নিয়ে প্রথমবার নেন ম্যাচে দশ উইকেট। সব মিলিয়ে ৮৬ রানে ১১ উইকেট নিয়ে গড়েছেন টেস্টে ডারবানের দ্বিতীয় সেরা বোলিং পারফরম্যান্সের রেকর্ড। শ্রীলংকার বিপক্ষেও কোনো প্রোটিয়া বোলারের দ্বিতীয় সেরা বোলিং রেকর্ড। 

বিজ্ঞাপন

এই ম্যাচ জিততে ইতিহাসই গড়তে হতো শ্রীলংকাকে। প্রথম ইনিংসে ১৪৯ রানের লিড নিয়ে ব্যাটিং করতে নামা লংকানদের দিয়েছিল ৫১৬ রানের লক্ষ্য। ৬ উইকেটে ৩৬৬ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণার আগে সেঞ্চুরি করেন ত্রিস্তান স্টাবস ও আগের ইনিংসে ফিফটি করা অধিনায়ক টেম্বা বাভুমা। জোড়া সেঞ্চুরিতে শ্রীলংকাকে রেকর্ড লক্ষ্য তাড়ার চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় প্রোটিয়ারা।

পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ১০১ রানের মধ্যেই প্রথম পাঁচ ব্যাটারকে হারায় শ্রীলংকা। ৯৫ রানের জুটিতে ধনঞ্জয়া ডি সিলভা-দীনেশ চান্দিমাল কিছুটা লড়াই করলেও জয়ের পথ দূরেই থেকে যায় তাদের। ব্যক্তিগত ৫৯ রানে ধনঞ্জয়া ফিরলে ভাঙে ম্যাচ বাঁচানোর চেষ্টায় থাকা সেই জুটি। এরপর কুশাল মেন্ডিসও সঙ্গ দেন চান্দিমালকে। দুজনের ৭৫ রানের জুটি ভাঙে চান্দিমাল জেরাল্ড কোয়াতজিয়ার হাতে ফিরতি ক্যাচ দিলে। দলীয় সর্বোচ্চ ৮৩ রান করেন ডানহাতি এই ব্যাটার। তবে দিনশেষে কোনো জুটিই কাজে আসেনি শ্রীলংকার। কমিয়েছে কেবল হারের ব্যবধানই। 

বিজ্ঞাপন

ম্যাচের প্রথম ইনিংসে ১৯১ রানে অল আউট হয় প্রোটিয়ারা। টপ অর্ডার থেকে সর্বোচ্চ ৭০ রানের ইনিংস আসে বাভুমার ব্যাট থেকে। লংকান বোলারদের সামলে শেষদিকে কেশভ মহারাজের ২৪ ও কাগিসো রাবাদার ১৫ রানের ইনিংসে দুশো ছোঁয়া দলীয় সংগ্রহ পায় স্বাগতিকরা।

সারাবাংলা/জেটি

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল মার্কো ইয়ানসেন শ্রীলংকা ক্রিকেট দল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর