Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইয়ানসেনের বিধ্বংসী স্পেলে ডারবানে যত রেকর্ড

স্পোর্টস ডেস্ক
২৮ নভেম্বর ২০২৪ ১৯:২৩

১৩ রানে ৭ উইকেট নিয়েছেন মার্কো ইয়ানসেন

৬.৫-১-১৩-৭, মার্কো ইয়ানসেনের কী বিধ্বংসী এক বোলিং স্পেল! চলতি ডারবান টেস্টের দ্বিতীয় দিন  ইয়ানসেনের দুর্দান্ত এই বোলিংয়ের কোনো জবাবই যেন ছিল না লংকান ব্যাটারদের। বাঁহাতি এই পেসারের ধ্বংসলীলায় মাত্র ৪২ রানেই অল আউট শ্রীলংকা, নিজেদের টেস্ট ইতিহাসে সর্বনিম্ন দলীয় সংগ্রহ। ইয়ানসেনের ক্যারিয়ার সেরা এই বোলিংয়ে নতুন করে লেখা হয়েছে কিছু রেকর্ডও। 

৪২

টেস্ট ক্রিকেটে শ্রীলংকার সর্বনিম্ন দলীয় সংগ্রহ। এর আগে লংকানদের সর্বনিম্ন দলীয় ছিল ৭১। 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে কোনো দলের সর্বনিম্ন দলীয় সংগ্রহ। 

৮৩

১৩.৫ ওভারে গুটিয়ে গিয়ে ইতিহাসের দ্বিতীয় সংক্ষিপ্ততম ইনিংসের রেকর্ড গড়েছে শ্রীলংকা। ১১ ব্যাটার মিলে খেলেছেন ৮৩ বল। সংক্ষিপ্ততম ইনিংসের রেকর্ড দক্ষিণ আফ্রিকার দখলে। ১৯২৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে বার্মিংহাম টেস্টে মাত্র ৭৫ বল ছিল প্রোটিয়াদের ইনিংসের ব্যাপ্তি।

৭/১৩

টেস্টে মার্কো ইয়ানসেনের ক্যারিয়ার সেরা বোলিং ফিগার।

শ্রীলংকার বিপক্ষে টেস্টে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সেরা বোলিং ফিগার। 

ঘরের মাঠে কোনো প্রোটিয়া পেসারের তৃতীয় সেরা বোলিং ফিগার

এই শতকে ঘরের মাঠে কোনো প্রোটিয়া পেসারের সেরা বোলিং ফিগার

সারাবাংলা/জেটি

মার্কো ইয়ানসেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর