Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে গাড়িচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ ডিসেম্বর ২০২৫ ১০:২৬ | আপডেট: ৭ ডিসেম্বর ২০২৫ ১১:৩৫

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় গভীর রাতে দ্রুতগামী অজ্ঞাত যানবাহনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন যুবক নিহত হয়েছেন। শনিবার (৭ ডিসেম্বর) রাত ১টার দিকে ঢাকা–বরিশাল মহাসড়কের হামিরদী ইউনিয়নের মাধবপুর কবরস্থানের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঝিনাইদহ ল-১১-৯২৫৭ নম্বরের মোটরসাইকেলটি ফরিদপুরমুখী লেনে যাচ্ছিল। সেই সময় একটি অজ্ঞাতনামা দ্রুতগামী গাড়ি মোটরসাইকেলটিকে সজোরে চাপা দিয়ে পালিয়ে যায়।

সংঘর্ষে মুহূর্তেই ঘটনাস্থলে প্রাণ হারান মোটরসাইকেল আরোহী সুমন (২৫) ও ইমন (২২)। তারা দু’জনই কুষ্টিয়ার কুমারখালী থানার সদকী মোহাম্মদপুর এলাকার বাসিন্দা।

বিজ্ঞাপন

গুরুতর আহত অবস্থায় অপর আরোহী মো. আশিক মোল্লাকে (২২) ভাঙ্গা থানার এসআই মশিউর রহমান উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে যায়। অজ্ঞাত যানবাহনটি শনাক্তে পুলিশের প্রচেষ্টা চলছে।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর