Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রেকর্ডের বন্যা বইয়ে দিয়ে দলে শক্তি বাড়াল বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৮ নভেম্বর ২০২৪ ১৪:৪৮

একদিন আগে রেকর্ডের বন্যা বইয়ে দিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে দলীয় সর্বোচ্চ সংগ্রহ, সর্বোচ্চ জয়, দ্রুত ফিফটিসহ বেশ কয়েকটা রেকর্ড গড়েছে নারী দল। আজ দলে ব্যাটিং শক্তি বাড়ানোর ঘোষণা এলো।

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচের জন্য স্কোয়াডে যুক্ত করা হয়েছে উইকেটকিপার ব্যাটার দিলারা আক্তারকে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ নিয়ে প্রায় দুই বছর পর জাতীয় দলে ফিরলেন ২০ বছর বয়সী দিলারা।

২০২২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ওয়ানডে দলে অভিষেক হওয়া দিলারা দুই ম্যাচ খেলেই বাদ পরেছিলেন। এরপর নিয়মিত টি-টোয়েন্টি খেললেও ওয়ানডে দলে তাকে আর দেখা যায়নি। তবে গত মে-জুনে ঢাকা প্রিমিয়ার লিগে দারুণ ব্যাটিং করেছন তিনি। আবাহনীর হয়ে ৯ ইনিংসে ৪৭.৫৬ গড়ে রান করেছিলেন ৪২৮। তার পুরস্কার পেলেন তিনি।

এদিকে, শোনা যাচ্ছে গতকাল ম্যাচের সেরা খেলোয়াড় শারমিন আক্তার সুপ্তা ফিল্ডিংয়ের সময় হালকা চোট পেয়েছেন। সেটাও দিলারাকে দলে ডাকার একটা কারণ হিসেবে কাজ করেছে।

গতকাল মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শারমিন আক্তার সুপ্তার ৮৯ বলে ৯৬ রানের ইনিংসে ‍ওপর ভর করে ২৫২ রান তুলেছিল বাংলাদেশ, যেটা ওয়ানডেতে বাংলাদেশ নারী দলের সর্বোচ্চ স্কোরের রেকর্ড। এরপর আয়ারল্যান্ডকে ৯৮ রানে গুটিয়ে দিয়ে ১৫৪ রানে ম্যাচ জিতেছে বাংলাদেশ। যেটা রানের হিসেবে বাংলাদেশ নারী দলের সর্বোচ্চ জয়। শনিবার একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে দুই দল।

বিজ্ঞাপন

বাংলাদেশের পরিবর্তিত স্কোয়াড:

নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার, মুরশিদা খাতুন, ফারজানা হক, শারমিন আক্তার সুপ্তা, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, সুলতানা খাতুন, তাজ নেহার, সানজিদা আক্তার মেঘলা ও দিলারা আক্তার।

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ নারী ক্রিকেট দল

বিজ্ঞাপন

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর