Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তাসকিন তোপে দেড় শতেই অলআউট ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৬ নভেম্বর ২০২৪ ০০:৩৯ | আপডেট: ২৬ নভেম্বর ২০২৪ ১৫:৪৯

অ্যান্টিগা টেস্টের চতুর্থ দিনে বল হাতে আগুন ঝড়ালেন তাসকিন আহমেদ! বড় রানে পিছিয়ে থাকলেও সকালে পেসারদের হাতে বল তুলে দিতে আগেভাগে ইনিংস ঘোষণা করার ‘সাহসী’ সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশি অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। অধিনায়কের এই সাহসের যথার্থতা প্রমাণ দিয়েছেন তাসকিন।

একাই তুলে নিয়েছেন ৬ উইকেট। যাতে ১৫২ রানে গুটিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস। তাতেও অবশ্য বড় লিডই পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ১৮১ রানের লিড পাওয়া দলটির দুই ইনিংস মিলিয়ে লিড এখন ৩৩৩। অ্যান্টিগার পিচে বাংলাদেশের এই ব্যাটিং লাইনআপের জন্য এই রান বড্ড কঠিনই।

বিজ্ঞাপন

১৬ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে তাসকিন আজ সেরা বোলিং করলেন। টেস্টে ইনিংসে এই প্রথম পাঁচ উইকেট পেলেন বাংলাদেশি পেসার। এর আগে ৩৭ রানে ৪ উইকেট ছিল তার ইনিংসের সেরা বোলিং। আজ ৬৪ রানে ৬ উইকেট নিয়ে সেটা ছাড়িয়ে গেলেন তিনি।

সোমবার (২৫ নভেম্বর) অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে সকালে একটা ‘সাহসী’ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ১৮১ রানে পিছিয়ে থাকলেও ইনিংস ঘোষণা করে দেয় বাংলাদেশ। গতকাল ৯ উইকেটে ২৬৯ রানে তৃতীয় দিনের খেলা শেষ করে সফরকারীরা, আজ সেখানেই ইনিংস ঘোষণা করে দেয়। এর একমাত্র কারণ সকালে পেসারদের হাতে বল তুলে দেওয়া, যাতে সকালের আদ্রতা কাজে লাগিয়ে উইকেট তুলে নিতে পারেন পেসাররা। এই পরিকল্পনা কাজে লেগেছে দারুণভাবে।

প্রথম সেশনে ৩ উইকেট নেওয়া বাংলাদেশ দিনের দ্বিতীয় সেশনে তুলে নেয় ৭ উইকেট! একাই ৬ উইকেট তুলে নিয়ে যাতে সামনে থেকে নেত্বত দিয়েছেন তাসকিন আহমেদ।

দলীয় ২৫ রানের মাথায় তাসকিন আহমেদের বলে উইকেটকিপারের হাতে ক্যাচ দেন মিকাইল লুই। প্রথম ইনিংসে ৯৭ রান করা লুই রিভিউ নিলেও বাঁচতে পারেননি, ফিরেছেন ৮ রান করে। খানিক বাদে কিসি কার্টিসকেও ফেরান তাসকিন। বাংলাদেশি পেসারের খোঁচা দিতে গিয়ে তৃতীয় স্লিপে ক্যাচ দিয়েছেন কার্টিস।

বিজ্ঞাপন

দলীয় ৩৯ রানের মাথায় ক্যারিবিয়ান শিবিরে শরিফুলের আঘাত। ২৩ রান করা ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্রেইগ ব্রাফেটকে স্লিপে ক্যাচ বানিয়েছেন শরিফুল। পরপর তিন উইকেট হারানোর পর অ্যালিজ আথানেজ (১৬*) ও কাভেম হজ (১০*) মিলে ওয়েস্ট ইন্ডিজকে টানছিলেন ভালোভাবেই। প্রথম সেশনের খেলা শেষ হওয়ার আগে দুজনের অপরাজিত জুটি ছিল ২২ রানের।

তবে দিনের দ্বিতীয় সেশনে ক্যারিবিয়ানদের সেভাবে দাঁড়াতেই দেননি তাসকিন। নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে ক্যারিবিয়ানদের বেশিদূর এগুতে দেননি। শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস গুটিয়ে গেছে ১৫২ রানে। অ্যালিজ আথানেজ সর্বোচ্চ ৪২ রান করেছেন। জাসুয়া ডি সিলভা করেছেন ২২ রান।

তাসকিন ১৪.১ ওভারে ৬৪ রান খরচায় ৬ উইকেট নিয়েছেন। মেহেদি হাসান মিরাজ ৩১ রানে নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর