অ্যান্টিগা টেস্টে ফলোঅনের শঙ্কায় বাংলাদেশ
২৫ নভেম্বর ২০২৪ ০১:১৩ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ০২:২৩
অ্যান্টিগা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বড় রানের জবাব দিতে নেমে আজ দিনের প্রথম সেশনটা বেশ ভালোই কেটেছে বাংলাদেশের। মাত্র ১ উইকেট হারিয়ে ৮৫ রান তুলেছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় সেশনে সেটা ধরে রাখতে ব্যর্থ বাংলাদেশ। দ্বিতীয় সেশনে দুই সেট ব্যাটার মুমিনুল হক সৌরভ ও লিটন দাসকে হারিয়ে ফলোঅনের শঙ্কায় পরেছে সফরকারীরা।
অ্যান্টিগা টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ৪৫০ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। আজ টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশন শেষে প্রথম ইনিংসে বাংলাদেশের স্কোর ৫ উইকেটে ১৬৫ রান। এই টেস্টে বাংলাদেশের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ২২ রানে অপরাজিত, তার সঙ্গে ৫ রানে অপরাজিত জাকের আলী অনিক।
রোববার (২৪ নভেম্বর) অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ২ উইকেটে ৪০ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। অপরাজিত ছিলেন মুমিনুল হক (৭) ও শাহাদাত হোসেন দিপু (১০)। আজ দিনের প্রথম ঘণ্টায় ক্যারিবিয়ান বোলারদের তেমন কোনো সুযোগই দেননি দুজন।
অনেকটা মাটি কামড়ে উইকেটে পরে থাকতে চেয়েছেন। কিন্তু দলীয় ৬৬ রানের মাথায় শাহাদত হোসেন দিপুর মনোযোগ হয়ত খানিকটা বিচ্ছিন্ন হয়ে গেল! কেমার রোচের করা অফস্ট্যাম্পের বাইরের ডেলিভারিটা খেলতে পা ঠিক জায়গায় নিতে পারেননি দিপু। পা বাড়িয়ে খেলতে গেলেন। কিন্তু তাতে ব্যালেন্স ঠিক থাকল না। বল দিপুর ব্যাটের কানায় চুমু দিয়ে জমা পরে স্লিপে দাঁড়ানো কেভম হজের হাতে। দিপুর ৭১ বলে ১ চারে ১৮ রানের ধর্যশীল ইনিংসটার সমাপ্তি ঘটেছে সেখানে।
এরপর লিটন দাস এসে সাবলীল ব্যাটিং করেছেন। মুমিনুল-লিটন প্রথম সেশনে আর বিপদ হতে দেননি। আজ দিনের প্রথম সেশনে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৮৫ রান। তাতে আরও ৩৪৫ রানে পিছিয়ে বাংলাদেশ। নিজেদের প্রথম ইনিংসে ৯ উইকেটে ৪৫০ রান তুলে ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ।
প্রথম সেশনের খেলা শেষ হওয়ার সময় ৯৮ বলে ২টি চারের সাহায্যে ৩৮ রানে অপরাজিত ছিলেন মুমিনুল হক। ৩৮ বলে ২ চারে ২১ রানে অপরাজিত ছিলেন লিটন দাস। দ্বিতীয় সেশনেও দারুণ ব্যাটিং করছিলেন দুজন। চতুর্থ উইকেট জুটিতে ৬২ রান যোগ করেন দুজন।
মুমিনুল-লিটন যেভাবে খেলছিলেন তাতে দুজনই বড় স্কোরের বার্তা দিয়েছেন। কিন্তু মুমিনুল টেস্ট ক্যারিয়ারের ২২তম ফিফটি পূর্ণ করার পরের বলেই ফিরে জুটি ভেঙেছেন। সিলসের বলে আম্পায়ার এলবিডব্লিউ আউট দিলে রিউভ নিয়েছিলেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার। তাতেও উইকেট বাঁচাতে পারেননি মুমিনুল। ১১৬ বল খেলে ৩টি চারে ফিরেছেন ঠিক ৫০ রান করে।
খানিক বাদে শামার জোসেফের শর্ট লেংথের বল স্ট্যাম্পে টেনে এনে সরাসরি বোল্ড হয়েছেন লিটন দাসও। ৭৬ বল খেলে ৩টি চারে ৪০ রান করে আউট হয়েছেন লিটন।
সারাবাংলা/এসএইচএস