ফের দাপট দেখালেন সাকিব
২৩ নভেম্বর ২০২৪ ২৩:০৪ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৪ ০০:১০
আবুধাবির টি-টেন লিগে ফের দাপট দেখালেন সাকিব আল হাসান। গত ম্যাচে বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছিলেন। আজ বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও রান করেছেন। তবে সাকিবকে মাঠ ছাড়তে হয়েছে হতাশার সঙ্গী হয়েই। নিজে দারুণ পারফর্ম করলেও আজও যে জিততে পারেনি সাকিবের দল বাংলা টাইগার্স।
লিগে আজ নিজের দ্বিতীয় ম্যাচে নিউইয়র্ক স্ট্রাইকার্সের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে সাকিবের দল। প্রথম ম্যাচটাও হেরেছিল বাংলা টাইগার্স। আজ ব্যাটিংয়ের কারণেই ম্যাচ হেরেছে বাংলা টাইগার্স। আগে ব্যাটিং করতে নেমে ১০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৬৬ রান তুলেছে সাকিবের দল।
দলটির অধিনায়ক সাকিব আল হাসান ১২ বলে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর ১৯ রান করেছেন। নিউইয়র্ক স্ট্রাইকার্সের হয়ে মোহাম্মদ আমির, রিস টপলি ও আকিল হোসেন দুটি করে উইকেট নিয়েছেন।
পরে বল হাতে ১ ওভার বোলিং করে মাত্র ১ রান খরচায় নিয়েছেন ২ উইকেট সাকিব। তবে পারফরম্যান্স কোনো কাজেই লাগেনি। কারণ মাত্র ৬ ওভারে ৩ উইকেট হারিয়েই জয় নিশ্চিত করেছে নিউইয়র্ক টাইমস।
সারাবাংলা/এসএইচএস