Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় দলে ফেরা নিয়ে কী বললেন সাকিব?

স্পোর্টস ডেস্ক
২১ নভেম্বর ২০২৪ ১৫:৩৭ | আপডেট: ২১ নভেম্বর ২০২৪ ১৫:৪০

আবুধাবি টি-টেন শেষে জাতীয় দলে ফিরতে পারেন সাকিব

ভারতের বিপক্ষে কানপুর টেস্টের পর আর আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি সাকিব আল হাসান। মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে চেয়েছিলেন বিদায়ী টেস্ট,সেটা হয়নি। ছিলেন না আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও। সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ার বুঝি কানপুরেই শেষ হয়ে গেল! এমন আলোচনাও হচ্ছিল। 

কিন্তু সাকিব জানালেন, আজ (২১ নভেম্বর, ২০২৪) থেকে শুরু হতে যাওয়া আবুধাবি টি-টেন শেষেই জাতীয় দলে ফিরছেন তিনি। গতকাল আবুধাবি টি-টেন-এর ‘প্রেস মিট’-এ উপস্থিত হয়েছিলেন দশ দলের অধিনায়ক। সেখানে বাংলা টাইগার্সের অধিনায়ক সাকিবকে প্রশ্ন করেন একজন, ‘সাকিব ভাই, আপনাকে জাতীয় দলের জার্সিতে কবে দেখতে পারব?’ 

বিজ্ঞাপন

হাস্যোজ্জ্বল সাকিবের ঝটপট জবাব, ‘এই টুর্নামেন্টের পরেই।’, সাকিবের কথায় বোঝা যাচ্ছে বাংলাদেশের উইন্ডিজ সফরের ওয়ানডে সিরিজ দিয়েই ফিরতে চাচ্ছেন তিনি। যেহেতু টেস্ট আর টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। 

আগামী শুক্রবার অ্যান্টিগা টেস্ট দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের উইন্ডিজ সফর। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে ৮ ডিসেম্বর থেকে। আবুধাবি টি-টেন শেষ হবে আগামী ০২ ডিসেম্বর। উইন্ডিজে দলের সাথে যোগ দেয়ার জন্য যথেষ্ট সময়ই হাতে থাকছে সাবেক বাংলাদেশ অধিনায়ক সাকিবের।

সারাবাংলা/জেটি

বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ জাতীয় দল সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর