Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৮ লাখ টাকায় পেলের জার্সি!


৬ ডিসেম্বর ২০১৯ ২২:২৫

জীবনের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন সেই ১৯৭১ সালে। তারপর থেকেই তুলে রেখেছিলেন তার সেই জার্সি। তুলে রাখা সেই জার্সি এই ২০১৯ সালে এসে নিলামে উঠলো। আর সেটি বিক্রিও হল প্রায় ২৮ লাখ টাকায়।

অয়াবাক হবার কিছুই নেই। ইতালির এক নিলামে পেলের শেষ ম্যাচ খেলা সেই জার্সি বিক্রি হয়েছে ৩০ লাখ ইউরোতে। বাংলাদেশী টাকায় যার মূল্য দাঁড়ায় প্রায় ২৮ লাখ টাকা।

৩ বারের বিশ্বকাপ জয়ী এই কিংবদন্তি যুগোস্লাভিয়ার বিপক্ষে খেলেছিলেন নিজের আন্তর্জাতিক শেষ ম্যাচ। ৭৯ বছর বয়সী পেলে ব্রাজিলের হয়ে খেলা ৯২ ম্যাচে করেছেন ৭৭ গোল। এখনও ব্রাজিলের সবচেয়ে বেশি গোলের রেকর্ডটা তারই দখলে।

ইতালির তুড়িনের এই নিলামে এমন জার্সি বিক্রি নতুন কিছু নয়। এর আগে নিলামে ১৯৫২ সালে ট্যুর ডি ফ্রান্স জেতা সাইক্লিস্ট ফাউস্তো কেপ্পির জার্সি বিক্রি হয়েছিলো ২৫ হাজার ইউরোতে। ১৯৭১ সালের উয়েফা সুপার কাপের ফাইনালিস্ট লুসিয়ানো স্পিনোসির জুভেন্টাসের জার্সি বিক্রি হয়েছিলো ৯ হাজার ৪০০ ইউরোতে।

পেলের জার্সির সঙ্গে বিক্রি হয়েছে ম্যারাডোনার জার্সিও। আর্জেন্টাইন এই তারকা খেলোয়াড়ের ১৯৯৮৯-৯০ মৌসুমের নাপোলির জার্সি ৭ হাজার ইউরোতে বিক্রি হয়।

কিংবদন্তী পেলে জার্সি দিয়েগো ম্যারাডোনা নিলাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর