Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হার্ট অ্যাটাকে মাঠেই মারা গেলেন ভারতীয় ক্রিকেটার


৬ ডিসেম্বর ২০১৯ ১৬:১৩

আবারো ক্রিকেটের সবুজ মাঠে নেমে এলো শোকের কালো ছায়া। ক্রিকেট বিশ্ব আবারো স্বাক্ষী হলো পীড়াদায়াক এক মৃত্যুর। খেলার মাঠে হার্ট অ্যাটাক করে মারা গেছেন ভারতীয় এক ক্রিকেটার। আগরতলা অনূর্ধ্ব ২৩ দলে খেলা এই ক্রিকেটারের নাম মিঠুন দেবভার্মা।

গত মঙ্গলবার (৩ ডিসেম্বর) আগরতলার মহারাজা বীর বিক্রম ক্রিকেট স্টেডিয়ামে দলের অনুশীলন ম্যাচ চলছিল। অনুশীলনের সময় হঠাৎ হার্ট অ্যাটাকের শিকার হন মিঠুন। সাথে সাথে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তৎক্ষণাৎ তাকে ইন্দিরা গান্ধী হাসপাতালে তাকে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

বিজ্ঞাপন

এর আগে গত মাসে আম্পায়ারের সিদ্ধান্ত না মানতে পারায় হার্ট অ্যাটাকে মারা গিয়েছিলেন ঝাড়খণ্ডের মারডপল্লী স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় বিরেন্দ্র নায়েক। ২০১৪ সালে মাঠে খেলার সময় মৃত্যু হয়েছিল অজি ক্রিকেটার ফিলিপ হিউজের।

খেলার মাঠে বিরল এক মৃত্যুর সাক্ষী হল ক্রিকেট বিশ্ব

সেই তালিকায় আরও রয়েছেন ভারতীয় ক্রিকেটার রামান লাম্বা, দক্ষিণ আফ্রিকার ড্যারেন র‍্যান্ডল, পাকিস্তানের জুলফিকার ভাট্টি, ওয়াসিম রাজা, আবদুল আজিজ, ইংল্যান্ডের রিচার্ড বিউমন্ট, ইয়ান ফলি, উইলফ স্ল্যাক, অ্যান্ডি ডুকাট এবং জর্জ সামার্স।

ক্রিকেটারের মৃত্যু খেলার মাঠে মৃত্যু ফিলিপ হিউজ ভারতীয় ক্রিকেট হার্ট অ্যাটাক

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর