Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুপার ক্লাসিকোতে রাতে মুখোমুখি আর্জেন্টিনা ব্রাজিল


১৫ নভেম্বর ২০১৯ ১৩:০৮

ফুটবল দুনিয়ার দুই চির প্রতিদ্বন্দ্বী দল আর্জেন্টিনা এবং ব্রাজিল। এই দুই দলের খেলা মানেই ফুটবল প্রেমীদের বাড়তি উত্তেজনা। হাইভোল্টেজ এই ম্যাচে রাতে জেদ্দার কিং সাউদ স্টেডিয়ামে মাঠে নামছে দুই দল। বাংলাদেশ সময় রাত ১১ টায় শুরু হবে ম্যাচটি।

নিজেদের শেষ দেখায় জয়টা হয়েছিল ব্রাজিলের। কোপা আমেরিকার সেই ম্যাচে মেসি আগুয়েরোরা হেরেছিলেন ২-০ গোলে। নিজদের মোট ৩৩ বারের দেখায় তিতের শিষ্যদের জয় ১৯ ম্যাচে। ৭ টি ম্যাচ হয়েছিল ড্র এবং ৯ টি ম্যাচ জিতেছিল দুই বারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

বিজ্ঞাপন

ব্রাজিলের বিপক্ষে ম্যাচে স্কালোনির সাজানো আক্রমণভাগে থাকছেন মেসি, আগুয়েরো, ডি মারিয়া। অপরদিকে ব্রাজিল আজ দলে পাচ্ছে না তাদের প্রাণভোমরা নেইমারকে। যদিও নেইমারের অনুস্পস্থিতি ব্রাজিলিয়ান শিবিরে খুব একটা প্রভাব ফেলবে না বলে মনে করেন ডি সিলভা।

সাম্প্রতিক পরিসংখ্যান এগিয়ে রাখছে মেসিদের। শেষ পাঁচ ম্যাচে ৩ জয় দুই হার আকাশী নীলদের। তবে বিপরিত চিত্র সেলেসাওদের। কোপার পর আর কোনো জয়ের দেখা পায়নি তারা। শেষ পাঁচ ম্যাচে ১ জয়ের সঙ্গি হিসেবে রয়েছে ৩ ড্র এবং ১ হার।

আর্জেন্টিনা ব্রাজিল সুপার ক্লাসিকো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর