Thursday 01 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জে ফের দুটি পিস্তল ও ৫ রাউন্ড গুলি জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ ডিসেম্বর ২০২৫ ১৯:০৭ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ ২০:৩৩

চাঁপাইনবাবগঞ্জ: জেলার শিবগঞ্জ উপজেলার রাঘববাটি এলাকা থেকে ফের অস্ত্রের চালান আটক করা হয়েছে। এসময় দুটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ৪টি ম্যাগজিন জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে অভিযান চালিয়ে এসব অস্ত্র জব্দ করা হয়।

এদিন বিকেল সাড়ে ৩ টায় ব্যাটালিয়ন সদর দফতরে সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক কাজী মুস্তাফিজুর রহমান।

বিজিবি অধিনায়ক বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির একটি দল সীমান্তের শূণ্যরেখা থেকে ৯০০ মিটার অভ্যন্তরে রাঘববাটি এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটকের চেষ্টা করলে সে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। ওই ব্যাগ থেকে দুটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ৪টি ম্যাগজিন উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

বিজিবি অধিনায়ক আরও বলেন, নির্বাচনসহ দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে দুষ্কৃতিকারীরা এসব অস্ত্র-গুলি দেশে চোরাচালান করে আনছেন। তবে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির তৎপরতা আগের চেয়ে বাড়ানো হয়েছে।

এর আগে ১৫ ডিসেম্বর বিজিবির ৫৩ ব্যাটালিয়নের সদস্যরা শিবগঞ্জ উপজেলার গোপালপুর থেকে আরও ৪টি বিদেশি পিস্তল, ৯টি ম্যাগাজিন এবং ২৪ রাউন্ড গুলি জব্দ করে।