Friday 19 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাদিকে হত্যার প্রতিবাদে পুলিশ সুপার কার্যালয়ের সামনে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ ডিসেম্বর ২০২৫ ১৬:৪৪

হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিক্ষোভকারীরা। ছবি: সারাবাংলা

ফরিদপুর: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে ফরিদপুরে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত পুলিশ সুপারের কার্যালয়ের প্রধান ফটকের সামনের সড়কে অবস্থান নেয় তারা। এর আগে হাদির মৃত্যুর খবরে রাত ১২টা থেকে গভীর রাত পর্যন্ত সেখানে অবস্থান করেছিলেন তারা। হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেয় বিক্ষোভকারীরা।

এসময় বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক কাজী রিয়াজ, সদস্য সচিব সোহেল রানা, জুলাইযোদ্ধা আবরার নাদিম ইতু, নিরব ইমতিয়াজ শান্ত, শাহ মো. আরাফাত, জনি বিশ্বাস প্রমুখ। এসময় আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানানো হয়। পালিয়ে যাওয়া হাদির হত্যাকারীকে ভারত থেকে ফেরৎ আনা ও ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা করে ক্ষোভ প্রকাশ করেন তারা।

বিজ্ঞাপন

এছাড়াও শহিদ হাদির জন্য জুম্মা বাদ মেডিকেলের শিক্ষার্থীদের উদ্যোগে ফরিদপুর মেডিকেল কলেজে গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়। এছাড়াও বিভিন্ন মসজিদে হাদির আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর