ঢাকা: শহিদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারসহ পাঁচ দফা দাবিতে স্থানীয় পর্যায়ে বিক্ষোভ আয়োজনের নির্দেশ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির সদস্য সচিব আখতার হোসেনের সই করা এক বার্তায় তৃণমূলের সকল স্তরের নেতাকর্মীদের এই নির্দেশনা দেওয়া হয়।
পাঁচ দফা দাবিকে সামনে রেখে সর্বস্তরের জনতাকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ আয়োজনের কথা বলা হয়েছে বার্তায়। দাবিগুলো হলো-
- শহিদ শরিফ ওসমান হাদির খুনিদের দ্রুত গ্রেফতার ও বিচার করা
- জুলাই গণহত্যার খুনিদের ভারত থেকে দেশে প্রত্যাবর্তন নিশ্চিত করে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি
- আওয়ামী সন্ত্রাসী ও তাদের দোসরদের গ্রেফতার এবং নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞা
- সংবাদমাধ্যমের ওপর হামলার প্রতিবাদ করা
- ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ
বিবৃতিতে আখতার হোসেন জানিয়েছেন, বিক্ষোভ চলমান থাকলেও কোনো ধরনের বিশৃঙ্খলা বা সহিংসতায় জড়ানো যাবে না। আন্দোলনে হঠকারী গ্রুপ অনুপ্রবেশ করে নাশকতার চেষ্টা করতে পারে এমন আশঙ্কার কথা উল্লেখ করে নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হুমকিতে ফেলে এমন কোনো কর্মকাণ্ডে জড়াতে নিষেধ করা হয়েছে।
বার্তায় আরও বলা হয়, ‘আমরা হাদি ভাইয়ের খুনিদের বিচার চাই। কিন্তু আমাদেরকে ব্যবহার করে কোনো তৃতীয় পক্ষ যেন দেশের নিয়ন্ত্রণ নেওয়ার সুযোগ না পায়, সেটি নিশ্চিত করা আমাদেরই দায়িত্ব। জনসাধারণকে সাবধান রাখার দায়িত্বও আমাদের।’