Tuesday 16 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ ডিসেম্বর ২০২৫ ২২:৪৬

প্রতীকী ছবি।

ঠাকুরগাঁও: পৌরশহরের শান্তিনগর এলাকায় ভাড়াবাসা থেকে স্বপ্না সাথী (২১) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন।

স্বপ্না সাথী পঞ্চগড় জেলার সদর উপজেলার শালটিয়াপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের মেয়ে। এ ঘটনার পর থেকে ওই নারী স্বামী লিওন পলাতক রয়েছে। লিওন ঠাকুরগাঁও সদর উপজেলার রোড এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে।

নিহতের পরিবার জানায়, কিছুদিন আগে ঠাকুরগাঁও সদর উপজেলার রোড এলাকার লিওনের সঙ্গে স্বপ্না সাথীর বিয়ে হয়। বিয়ে পরে ঠাকুরগাঁও পৌরশহরের শান্তিনগর এলাকায় এক বাসায় ভাড়া থাকতো তারা। তারা নিজেদের পছন্দে বিয়ে করেছে। আজ খবর পেয়ে এসে দেখি মেয়ে মারা গেছে আর জামাই পালিয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই দম্পত্তি দুই-তিন মাস আগে শান্তিনগর মহল্লায় এসে বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিল। কিন্তু আজকে প্রতিবেশী এক নারী ওই বাসায় গেলে গৃহবধু স্বপ্না সাথীর মরদেহ ঘরের ছাদের সাথে ঝুলতে দেখে। পরে এলাকাবাসী ও পুলিশকে খবর দিলে পুলিশ এসে ওই নারীর মরদেহ উদ্ধার করে।

পুলিশ ও এলাকাবাসী আরও জানায়, ওই দম্পতির মধ্যে প্রায় সময়ে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো এবং স্বামী নারীর ওপর নির্যাতন চালাতো বলে জানা গেছে। এরই জেরে এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন তারা।

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, আমরা প্রাথমিকভাবে চিহ্নিত করেছি এটা আত্মহত্যা। তাছাড়া নিহতের ওপর স্বামীর নির্যাতনের কথা জানা গেছে। তবে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর