Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ ডিসেম্বর ২০২৫ ১১:১৫ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৫ ১৩:২০

নিহত সাগর শেখ।

খুলনা: খুলনার রূপসায় দুর্বৃত্তদের গুলিতে সাগর শেখ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের জাবুসা এলাকার চৌরাস্তার পূর্ব পাশে এ ঘটনা ঘটে।

নিহত সাগর শেখ গ্রীন বাংলা আবাসিক এলাকার বাসিন্দা। তিনি গ্রীন বাংলা আবাসিক এলাকার পেছনে বসবাসকারী ফয়েক শেখের ছেলে এবং পেশায় কাপড় ব্যবসায়ী ছিলেন।

সোমবার (১৫ ডিসেম্বর) সকালে রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক মীর এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে কারা এবং কী কারণে তাকে হত্যা করেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। খুনিদের গ্রেফতারে আশপাশের এলাকায় অভিযান শুরু হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর