Friday 12 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওসমান হাদিকে গুলির ঘটনায় দেশজুড়ে বিএনপির বিক্ষোভ শনিবার

স্টাফ করেসপন্ডেন্ট
১২ ডিসেম্বর ২০২৫ ১৯:০৩

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। ফাইল ছবি

ঢাকা: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে দুর্বৃত্তদের গুলির ঘটনার প্রতিবাদে শনিবার (১৩ ডিসেম্বর) দেশজুড়ে বিক্ষোভ মিছিল কর্মসূচির ডাক দিয়েছে বিএনপি।

শুক্রবার (১২ ডিসেম্বর) দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার ভেরিফায়েড ফেসবুক পেজে এই ঘোষণা দিয়েছেন।

তিনি লিখেছেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের ওপর হামলায় জড়িত দুষ্কৃতিকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করতে হবে এবং নিরাপদ নির্বাচনি পরিবেশ নিশ্চিত করতে হবে। যারা নির্বাচনি পরিবেশ ব্যবহার করে সহিংসতা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হোক।’

বিজ্ঞাপন

ফখরুল আরও লেখেন, ‘শুক্রবার দুপুর আড়াইটার কিছু আগে রাজধানীর ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে দুর্বৃত্তদের গুলিতে আক্রান্ত করা হয়েছে, যার প্রেক্ষিতে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। ওসমান হাদী বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এবং এই ঘটনার তীব্র নিন্দা জানানো হচ্ছে।’

উল্লেখ, শুক্রবার দুপুরে শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর তাকে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসার জন্য আনা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, গুলিটি তার বাম কানের নিচ দিয়ে আঘাত করেছে। তার অবস্থা আশঙ্কাজনক।

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর