Thursday 11 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তফসিলের পর অন্যায্য দাবি নিয়ে রাস্তায় নামলে কঠোর ব্যবস্থা: প্রেস সচিব

সিনিয়র করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২৫ ১৯:২৯

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফাইল ছবি

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর আন্দোলন কর্মসূচি পালন না করার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, অন্যায্য দাবি-দাওয়া নিয়ে সড়কে নামলে কঠোরভাবে দমন করা হবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে ব্রিফিংকালে এ হুঁশিয়ারি দেন প্রেস সচিব।

শফিকুল আলম বলেন, ‘অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত দুই হাজার আন্দোলন হয়েছে। তবে এসব আন্দোলনে কখনো রাবার বুলেট ছোড়া হয়নি। শুধু টিয়ারশেল এবং গরম পানি নিক্ষেপ করা হয়েছে।’

মেট্রোরেলের আন্দোলনের প্রসঙ্গে তিনি বলেন, ‘তফসিল ঘোষণার পর কোনো ধরনের দাবি-দাওয়া নিয়ে সড়কে নামলে কঠোরভাবে দমন করা হবে। যারা আন্দোলন করবেন তাদের আইনের আওতায় নেওয়া হবে।’

বিজ্ঞাপন

উপদেষ্টা পরিষদের বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান প্রেস সচিব।

শফিকুল আলম জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহারের কারণে জালিয়াতি বেড়ে গেছে। এর ফলে বিদেশে দেশের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় জালিয়াতি চক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর