Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে বিদেশি পিস্তলসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ ডিসেম্বর ২০২৫ ১৫:২০ | আপডেট: ১ ডিসেম্বর ২০২৫ ১৬:৫৮

আসামি ও জব্দকৃত অস্ত্র দৌলতপুর থানায় হস্তান্তর ও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ছবি: সারাবাংলা

কুষ্টিয়া: গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি ও একটি মোবাইল ফোনসহ আরিফুল ইসলাম (২৪) নামের এক যুবককে আটক করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।

সোমবার (১ ডিসেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন ৪৭ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল রাশেদ কামাল রনি।

আটক হওয়া আরিফুল ইসলাম দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের ডিগ্রীরচর গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে।

বিজিবি জানায়, সোমবার সকাল ১১টা ৫০ মিনিটের দিকে চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকা সীমান্ত পিলার ৮৪/২-এস থেকে প্রায় ১৫০ গজ ভেতরে অভিযান পরিচালনা করে আটারপাড়া এলাকায় থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি এবং একটি মোবাইল ফোনসহ আরিফুল ইসলাম আটক করা হয়। জব্দ করা অস্ত্র ও সামগ্রীর আনুমানিক মূল্য এক লাখ ৩৫ হাজার ৬০০ টাকা। আসামি ও জব্দকৃত অস্ত্র-সামগ্রী দৌলতপুর থানায় হস্তান্তর ও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

বিজিবি আরও জানায়, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং মাদক, অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে তারা কঠোর অবস্থানে রয়েছে। সাম্প্রতিক এই অভিযান তাদের নিয়মিত চোরাচালানবিরোধী কার্যক্রমেরই অংশ। ভবিষ্যতেও এ ধরনের অপরাধ দমনে কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।

বিজ্ঞাপন

শেষ রাউন্ডে ঢাকার প্রথম জয়
৮ ডিসেম্বর ২০২৫ ১৯:০১

আরো

সম্পর্কিত খবর