Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে এনসিপির ৩ নেতা

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২৫ ১২:০৫ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৫ ১৩:৪৬

এভারকেয়ার হাসপাতালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তিন নেতা।

ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসাধীন অবস্থার খোঁজ নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তিন নেতা।

শনিবার (২৯ নভেম্বর) সকালে হাসপাতালে যান এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুলল্লাহ।

ফুসফুস ও হৃদযন্ত্রের সংক্রমণ নিয়ে খালেদা জিয়া বর্তমানে হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় বিএনপি ছাড়াও বিভিন্ন দলের নেতারা হাসপাতালে গিয়ে খোঁজখবর নিচ্ছেন।

উল্লেখ্য, রোববার (২৩ নভেম্বর) হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর বৃহস্পতিবার থেকে তিনি সিসিইউতে আছেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

সিএসই'র শরিয়াহ সূচক সমন্বয়
৭ ডিসেম্বর ২০২৫ ১৯:১৮

আরো

সম্পর্কিত খবর