Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাসিনা-কামালকে ফেরত পাঠাতে ভারতের প্রতি বাংলাদেশের আহ্বান

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২৫ ১৭:৩৩ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৫ ১৮:৩৫

পররাষ্ট্র মন্ত্রণালয়। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা:  বাংলাদেশ-ভারত দু’দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তির আওতায় পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল হস্তান্তরের জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ।

সোমবার (১৭ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই আহ্বান জানায়।

এতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল জুলাই হত্যাকান্ডের জন্য অপরাধী সাব্যস্ত হয়েছেন এবং দণ্ডপ্রাপ্ত হয়েছেন। এ প্রেক্ষিতে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তিদের দ্বিতীয় কোন দেশ আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ এবং ন্যায়বিচারের প্রতি অবজ্ঞার সামিল।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়, আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাই তারা যেন অনতিবিলম্বে দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। দুই দেশের মধ্যে বিরাজমান প্রত্যর্পণ চুক্তি অনুসারে এটি ভারতের জন্য অবশ্য পালনীয় দায়িত্বও বটে।

সারাবাংলা/একে/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর