Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুর্ঘটনায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ নভেম্বর ২০২৫ ২৩:৩০ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৫ ১০:০৫

প্রতীকী ছবি

মুন্সীগঞ্জ: জেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে দু’টি পৃথক সড়ক দুর্ঘটনায় দুই পথচারী নিহত হয়েছেন। শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় লৌহজংয়ের খানবাড়ি এবং শ্রীনগরের দোগাছি এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।

শ্রীনগরের দোগাছি এলাকায় একটি অ্যাম্বুলেন্সের ধাক্কায় এক পথচারী নিহত হন। একই সময়ে লৌহজংয়ের খানবাড়ি এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় আরেক পথচারী প্রাণ হারান। নিহত দুজনই পুরুষ। তবে এখনো তাদের নাম-পরিচয় জানা যায়নি।

হাসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম মাহমুদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। মরদেহ দুটি বর্তমানে ষোলঘর স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে অবহিত করা হয়েছে।

বিজ্ঞাপন

ওসি আরও জানান, দুর্ঘটনায় জড়িত অ্যাম্বুলেন্সটি পুলিশ আটক করেছে। তবে মোটরসাইকেল চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর