Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অজিত দোভালের আমন্ত্রণে দি‌ল্লি যা‌চ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৪ নভেম্বর ২০২৫ ১২:২৮ | আপডেট: ১৪ নভেম্বর ২০২৫ ১৪:১৯

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।

ঢাকা: ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে নিরাপত্তা সংক্রান্ত আঞ্চলিক এক সংলাপে অংশ নিতে আগামী সপ্তাহে দিল্লি যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।

এক‌টি কূট‌নৈ‌তিক সূত্রে জানা গেছে , ভারত মহাসাগরীয় পাঁচ দেশের নিরাপত্তা বিষয়ক জোট কলম্বো সিকিউরিটি কনক্লেভ তথা নিরাপত্তা সংলাপটি আগামী ২০ নভেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে।

কলম্বো সিকিউরিটি কনক্লেভের সপ্তম সংল‌া‌পে যোগ দি‌তে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে আমন্ত্রণ জা‌নি‌য়ে‌ছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার এটাই হতে যাচ্ছে প্রথম ভারত সফর।

বিজ্ঞাপন

সং‌শ্লিষ্ট সূত্রগু‌লো বল‌ছে, নিরাপত্তা সংলাপের সাইড লাইনে ভার‌তের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার একান্ত বৈঠক হওয়ার কথা র‌য়ে‌ছে।