Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৫ ০৮:১১

ঘটনাস্থল।

নওগাঁ: নওগাঁর পত্নীতলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জয় (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার নজিপুর-সাপাহার সড়কের বাকরইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জয় উপজেলার ছোট চাঁদপুর এলাকার রঞ্জনের ছেলে। আহতরা হলেন একই এলাকার উৎস (২৫) ও তপু (২৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, তিনজন আরোহী নিয়ে মোটরসাইকেলটি ওভারটেক করার সময় সামনের দিক থেকে আসা একটি চার্জার ভ্যানের সঙ্গে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারায় এবং ধানবোঝাই ট্রাকের নিচে পড়ে যায়। এতে জয় ঘটনাস্থলেই মারা যান এবং অপর দুজনকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিজ্ঞাপন

পত্নীতলা থানার ওসি শাহ মো. এনায়েতুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর