Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭ম সুকুকের অর্থায়নে ২ হাজার ৫০০ কোটি টাকার রাস্তা নির্মাণ হচ্ছে

স্টাফ করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২৫ ২১:০৫ | আপডেট: ৩ নভেম্বর ২০২৫ ২৩:৩৬

সুকুক বন্ড-বাংলাদেশ ব্যাংক – কোলাজ প্রতীকী ছবি : সংগৃহীত

ঢাকা: বাংলাদেশে ইসলামী অর্থব্যবস্থার বিকাশে বাংলাদেশ সরকারের বিনিয়োগ সুকুক-এর অর্থ ায়নেনোয়াখালী, লক্ষ্মীপীর ও ফেনী জেলার পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ২ হাজার ৫০০ কোটি টাকার ইজারা বাবদ ৭ম সুকুক ইস্যু করা হয়েছে।

৭ বছর মেয়াদি এ সুকুকটি ইস্যুর সিদ্ধান্ত চুড়ান্ত করার বিষয়টি সোমবার (০৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক জানায়, এই সুকুক থেকে প্রাপ্ত অর্থ দেশের মাইক্রো ফাইন্যান্স খাতের উন্নয়ন, ক্ষুদ্র উদ্যোক্তা সহায়তা, নারী উন্নয়ন এবং গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ডে বিনিয়োগ করা হবে। এতে দেশের সামাজিক ও অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও ত্বরান্বিত করবে। এর আগে মোট ২৪,০০০ কোটি টাকার ছয়টি সুকুক ইস্যু করা হয়েছে। সুকুকের লক্ষ্য হিসাবে সামাজিক উন্নয়ন ও টেকসই অর্থনীতির লক্ষ্যে বাস্তবায়িত হবে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসএ/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর