Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রামুতে পাহাড় থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ অক্টোবর ২০২৫ ১২:৫৪

রামুর পাহাড়। ছবি: সংগৃহীত

কক্সবাজার: কক্সবাজারের রামুতে পাহাড়ি এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে, তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।

বুধবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার জোয়ারিয়ানালা রাবার বাগান এলাকার পূর্ব কুলালপাড়া কেন্দ্রীয় মহাশশ্মানের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মরদেহটি নাইক্ষ্যাংছড়ি সড়কের প্রায় ৩০০ গজ সামনে ঠাকুর পাহাড়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে।

রামু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফরিদ জানান, ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

‘টাইম ট্রাভেলার’ হওয়ার দিন আজ
৮ ডিসেম্বর ২০২৫ ১৭:৫৬

আরো

সম্পর্কিত খবর