Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ওয়ার্কশপে বিস্ফোরণ, দগ্ধ ৮

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ সেপ্টেম্বর ২০২৫ ২২:১৫ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ০০:০৩

বিস্ফোরণে আহতরা

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে একটি ওয়ার্কশপে হাইড্রোলিক পাইপ বিস্ফোরণে আটজন দগ্ধ হয়েছেন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে নগরীর পাহাড়তলী থানার সাগরিকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- মো. আবদুল কাদের (৬০), মো. আবুল কাসেম (৬০), মো. করিম (২৯), আবদুল জলিল (৫৫), আবুল বশর খান (৬৫), জামাল হোসেন (৩৮), মো. রাসেল (২৮) ও মো. বাহার উদ্দিন (৪৫)।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সহকারী রেজিস্টার লিটন কুমার পালিত জানিয়েছেন, আহতদের মধ্যে আবুল বশর খানের শরীরের ৮৫ শতাংশ পুড়ে গেছে। অন্যদের পুড়েছে ১৫ থেকে ৩৫ শতাংশ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর