Tuesday 09 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবিতে ভিসির বাসভবন ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাবি করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২৫ ১৭:১৮ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৫৭

ভিসির বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। ছবি: সারাবাংলা

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করেছে হাইকোর্ট। আদালতের এ রায়ে বিক্ষুব্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করছেন।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে সাড়ে ৪টা থেকে ভিসির বাসভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। প্রতিবেদন লেখা অব্দি বিক্ষোভ চলমান রয়েছে।

সরেজমিনে দেখা যায়, হাইকোর্টের রায়ের পরপরই বিক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা। হলে হলে বিক্ষোভ তুঙ্গে পৌঁছালে তারা হল থেকে বের হয়ে আসে এবং এক যোগে উপাচার্যের বাস ভবনের সামনে অবস্থান করেন।

এ সময় ‘ডাকসু আমার অধিকার, রুখে দেয় সাধ্য কার’, ‘হাইকোর্ট না ডাকসু, ডাকসু ডাকসু’সহ নানা স্লোগান দিতে দেখা যায়।

বিজ্ঞাপন