Friday 12 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অল্পতেই স্নায়ু অবশ করে মাদক এমডিএমবি, ই-সিগারটের আড়ালে বিক্রি

স্টাফ করেসপন্ডেন্ট
১২ ডিসেম্বর ২০২৫ ১২:১৯

ঢাকা: দেশে প্রথমবারের মতো জব্দ হওয়া নতুন প্রকারের ভয়ঙ্কর মাদক এমডিএমবি সম্পর্কে উদ্বেগজনক তথ্য দিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। মহাপরিচালক মো. হাসান মারুফ বলেছেন, এই মাদক অল্পতেই স্নায়ু অবশ করে ফেলে এবং ভেতর থেকে মানুষকে ধ্বংস করে দেয়।

শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে অধিদফতরের সদর দফতরে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

এমডিএমবি মাদকের ভয়াবহতার কথা তুলে ধরে তিনি বলেন, এই মাদক দেখতে পানি ও মদের মত। এটির কোনো ঘ্রাণ বা গন্ধ নাই। এর এক ফোটাতেই নেশা তৈরি হয়। অল্পতেই অবশ করে ফেলে স্নায়ু। এটা মানুষের জন্য প্রচুর ক্ষতিকর, এটা ভেতর থেকে মানুষকে শেষ করে দেয়। এটা গাঁজার চেয়েও মারাত্মক ক্ষতিকর।

বিজ্ঞাপন

বিস্তারিত আসছে…

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর