Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্লিট রিভিউ
শ্রীলঙ্কার পথে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘প্রত্যয়’

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ নভেম্বর ২০২৫ ১৯:২৯ | আপডেট: ২০ নভেম্বর ২০২৫ ২১:০৬

বাংলাদেশ নৌ বাহিনীর জাহাজ ‘প্রত্যয়’।

চট্টগ্রাম ব্যুরো: সম্মিলিত মহড়ার (ফ্লিট রিভিউ) আন্তর্জাতিক আসরে অংশ নিতে শ্রীলঙ্কা গেছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘প্রত্যয়’। শ্রীলঙ্কার নৌ বাহিনীর ৭৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে নৌবাহিনীর জাহাজ ‘প্রত্যয়’ চট্টগ্রাম ত্যাগ করে। এ সময় রীতি অনুযায়ী সুসজ্জিত বাদকদলের বাদ্যযন্ত্র পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাহাজটিকে বিদায় জানানো হয়।

নৌবাহিনীর চট্টগ্রাম নৌ অঞ্চলের অধিনায়ক রিয়ার এডমিরাল মো. মঈনুল হাসান জাহাজটির কর্মকর্তা ও নাবিকদের উদ্দেশ্যে দিকনির্দেশনা দেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৭ নভেম্বর থেকে শ্রীলঙ্কায় চারদিনের আন্তর্জাতিক ফ্লিট রিভিউ শুরু হচ্ছে। এতে নৌবাহিনীর জাহাজ ‘প্রত্যয়’র অধিনায়ক ক্যাপ্টেন তৌহিদুল হক ভূঁইয়ার নেতৃত্বে ২৯ জন কর্মকর্তাসহ মোট ১৫০ জন নৌসদস্য অংশ নিচ্ছেন। ৫ ডিসেম্বর তাদের চট্টগ্রামে ফেরার কথা আছে।

বিজ্ঞাপন

মহড়ায় বিশ্বের বিভিন্ন দেশের নৌবাহিনীর জাহাজের পাশাপাশি দেশগুলোর সমর বিশারদরা অংশ নেবেন। এ সফরের মাধ্যমে বাংলাদেশসহ অংশগ্রহণকারী বিভিন্ন দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ এবং আঞ্চলিক নৌ নিরাপত্তা বিষয়ক কূটনৈতিক সম্পর্ক জোরদার হওয়ার পাশাপাশি নৌ সদস্যদের পেশাগত মান উন্নয়ন সম্ভব হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সারাবাংলা/আরডি/এমপি