Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে ট্রাক-সিএনজি সংঘর্ষে নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২৫ ১৩:০০

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে খালেদা আক্তার (৩৯) নামের এক নারী নিহত হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ইছাপুর কবরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত খালেদা আক্তার কালিহাতী উপজেলার রাজাফৈর গ্রামের ছালাম মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগতির সিএনজি ধাক্কা দিলে এতে থাকা চার যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খালেদা আক্তারকে মৃত ঘোষণা করেন।

এলেঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট বাহার মিয়া বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

বিজ্ঞাপন
সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর