Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বলিউডে ক্যান্সারের নতুন থাবা, এবার রাকেশ রোশন


৯ জানুয়ারি ২০১৯ ১২:০০ | আপডেট: ৯ জানুয়ারি ২০১৯ ১৫:১১

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

ক্যান্সার যেন বলিউডের পিছু ছাড়ছে না। মনীষা কৈরালা, ইরফান খান, সোনালী বেন্দ্রে, ঋষি কাপুরের পর এবার ক্যান্সারে আক্রান্ত আরেক বলিউড তারকা। তিনি আর কেউ নন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক রাকেশ রোশন। রাকেশ রোশনের ক্যান্সার আক্রান্ত হবার খবর দিয়েছেন তার ছেলে বলিউড তারকা হৃত্বিক রোশন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বাবার সঙ্গে একটি ছবি পোস্ট করে হৃত্বিক জানিয়েছেন কয়েক সপ্তাহ আগে তার বাবার শরীরে ক্যান্সার ধরা পড়েছে। তবে রাকেশ রোশনের শরীরের ক্যান্সার প্রাথমিক পর্যায়ে আছে।


আরও পড়ুন :  ফেব্রুয়ারিতেও হচ্ছে না উচ্চাঙ্গসংগীত উৎসব


খবরটির সঙ্গে হৃত্বিক যে ছবি পোস্ট করেছেন সেটি বেশ ইন্টারেস্টিং। জিমে বাবা আর ছেলের মাসল দেখানো একটি ছবি।সেখানেই হৃত্বিক জানিয়েছেন, তার বাবা স্কুয়ামাস সেল কারসিনোমায় আক্রান্ত। এই ক্যানসারের কারণে গলার কোষ অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পায়। শিগগিরই রাকেশের অস্ত্রোপচার করানো হবে বলেও জানিয়েছেন হৃত্বিক।

হৃত্বিক এও জানিয়েছেন, ক্যান্সারে আক্রান্ত হবার খবর শুনে তার বাবা মোটেও বিচলিত নন। কারণ তার দেখা অসম্ভব রকমের একজন শক্ত মনের একজন মানুষ তিনি।

হৃত্বিক এ ও  জানান, ক্যান্সারের সাথে লড়াই করতে তারা বাবা পূর্ণ উদ্যোমে তৈরি।

বিদেশি পত্রিকা অবলম্বনে

সারাবাংলা/পিএম


আরও পড়ুন :  সাত বছর পর উপস্থাপনায় নাসির উদ্দিন ইউসুফ


ইরফান খান ক্যান্সার মনীষা কৈরালা রাকেশ রোশন সোনালী বেন্দ্রে হৃত্বিক রোশন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর