‘গণ্ডি’ সিনেমায় নাসিরুদ্দিন শাহ্ নাকি সব্যসাচী চক্রবর্তী?
২৯ ডিসেম্বর ২০১৮ ১৫:৩৫ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৮ ১৫:৫৮
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
‘ভুবন মাঝি’ খ্যাত নির্মাতা ফাখরুল আরেফিন খানের ‘গণ্ডি’ সিনেমার কাজ শুরু হয়েছে। কদিন আগেই লন্ডনে হয়েছে ছবিটির কিছু অংশের দৃশ্যধারণ। নতুন বছরের মার্চ ও আগস্টে দুইধাপে ‘গণ্ডি’র দৃশ্যায়ন করে ২০১৯ সালের ডিসেম্বরে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছেন নির্মাতা। সম্পাদনা কিংবা শব্দমিশ্রণে সময় লেগে গেলে ২০২০ সালের প্রথম মাসে ছবিটি দেখতে পাবেন বাংলা সিনেমার দর্শকেরা।
এদিকে ‘গণ্ডি’র প্রধান চরিত্রে কে অভিনয় করছেন তা এখনো নিশ্চিত করতে পারেননি ফাখরুল। প্রথমে ওপার বাংলার অঞ্জন দত্ত কিংবা সব্যসাচী চক্রবর্তীর নাম শোনা গেলেও এখন যোগ হয়েছে বলিউডের শক্তিমান অভিনেতা নাসিরুদ্দিন শাহ-এর নাম। গণ্ডি’তে অভিনয়ের ব্যাপারে তার ‘ফিফটি-ফিফটি’ সম্ভাবনা রয়েছে বলে সারাবাংলার কাছে নিশ্চিত করেছেন নির্মাতা নিজে।
এই প্রতিবেদককে ফাখরুল বলেন, ‘প্রথমে অঞ্জন দত্তের সঙ্গে কথা হয়েছিল। কিন্তু উনি আমাদের সঙ্গে শিডিউল মেলাতে পারছেন না। এরপর আমরা নাসিরুদ্দিন শাহের সঙ্গে আলোচনা শুরু করি। সব্যসাচীর সঙ্গেও আলোচনা হয়েছে তবে চরিত্রটির জন্য আমরা নাসিরুদ্দিনকেই চাচ্ছি। গণ্ডিতে তার অভিনয়ের ফিফটি ফিফটি চান্স রয়েছে। সেটা হয়তো আমরা কিছুদিনের মধ্যেই জানতে পারবে।’
৬৫ বছর বয়সী এক বৃদ্ধ ও ৬৪ বছর বয়সী এক বৃদ্ধার বন্ধুত্বের গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘গণ্ডি’। এই ছবিটিকে মাধ্যম করে বয়সের শেষ ভাগ, একলা জীবন আর মানুষের অন্তর্গত নিঃসঙ্গতার ছায়াচিত্র দেখানো হবে প্রেক্ষাগৃহে। যেখানে পয়ষট্টি বছরের বৃদ্ধের চরিত্রটি নিয়েই দোটানায় রয়েছেন ফাখরুল।
এই দোটানা অবশ্য কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যাবে। শিগগিরই জানা যাবে, সব্যসাচী কিংবা নাসিরুদ্দিনের মধ্যে কে হচ্ছেন ‘গণ্ডি’ সিনেমার বুড়ো।
‘গণ্ডি’ সিনেমায় আরও অভিনয় করছেন মাজনুন মিজান, অপর্ণা ঘোষ, সুবর্ণা মুস্তাফাসহ আরও অনেকে।
সারাবাংলা/টিএস/পিএ/পিএম