চীনাদের আমির প্রীতি
১৮ ডিসেম্বর ২০১৮ ১১:৫৭ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৮ ১২:২৯
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
চীনাদের আমির খান প্রীতি নতুন না। দেশটিতে ভীষণ রকমের জনপ্রিয় বলিউডের এই পারফেক্টশনিস্ট হিরো। তার অভিনীত ছবিগুলো রীতিমত ঝড় তোলে চীনের বক্স অফিসে। ‘থ্রি ইডিয়টস’, ‘পিকে’ বা ‘দঙ্গল’-এর মতো ছবির কারণে আমির খান এখন চীনের জনপ্রিয় তারকা। চীনে আমির খানের ছবির সাফল্য ঈর্ষনীয়।
আরও পড়ুন : বাড়ি বেদখলের আতংকে দিলীপ কুমার, চাইছেন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ
যার প্রভাব পড়েছে চীনের হাইনান আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে। এবারের উৎসবে অতিথি হিসেবে ডাক পেয়েছেন আমির খান। তার সঙ্গে আরও আছেন হলিউডের জ্যাকি চান আর জনি ডেপের মতো তারকা। এই তিন তারকার একটি ছড়িয়ে পড়েছে অন্তর্জালে। যে ছবিতে কিংবদন্তী অভিনেতা জনি ডেপ ও জ্যাকি চ্যানের সঙ্গে দেখা যাচ্ছে আমিরকেও। জনি ডেপের ইনস্টাগ্রাম থেকেই পোস্ট করা হয়েছে ছবিটি।
গত ১৬ ডিসেম্বর ছিল এই হাইনান ফিল্ম ফেস্টিভ্যালের সমাপনী দিন। সেখানেই একসঙ্গে দেখা যায় এই কিংবদন্তীদের।
বিদেশি পত্রিকা অবলম্বনে
সারাবাংলা/পিএম
আরও পড়ুন :
আবারও একসঙ্গে শাহরুখ-কাজল
বাংলা চলচ্চিত্রের প্রচার ও প্রসারে কাজ করবে ‘মিডিয়া মেজ গাল্ফ’
‘গল্প-সংক্ষেপ’ পেলো সেরা স্বল্পদৈর্ঘ্য ছবির পুরস্কার
জুটি বাঁধছেন টাইগার-সারা!
আইয়ুব বাচ্চু স্মরণে আসিফের গান
নাট্যকার মান্নান হীরা হাসপাতালে
আরও দেখুন : নায়কের বিয়ে [ভিডিও স্টোরি]
https://www.youtube.com/watch?v=YjtwbcT6K_I