Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভালো থাকার গল্প ‘একদিন ভালো থাকি’


১৫ ডিসেম্বর ২০১৮ ১৬:৩২ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৮ ১৬:৩৯

।। এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

শহুরে দুই হতাশ তরুণ-তরুণী ঘর থেকে বের হয়ে যায় অজানা পথে। গল্পের বাঁকে দুজনের দেখা হয়। হয় পরিচয়। তারপর সারাটা দিন দুজন একসাথে কাটায়। দুজনেই দুজনের না বলা কথাগুলো প্রকাশ করে। অপূর্ণ ইচ্ছেগুলো বেশি না হোক একটি ইচ্ছে একজন আরেক জনের পূরণ করার চেষ্টা করে। গল্পের শেষ মুহুর্তে  তাদের জীবনের মোড় বদলে যায়। দুজনের মোবাইলে সুখবর আসে।


আরও পড়ুন :  ‘ক্র্যাক প্লাটুন’ বীরপ্রতীক গাজীর সাহসিকতা নিয়ে টেলিছবি


এরকম এক গল্পে নির্মিত হয়েছে খণ্ডনাটক ‘একদিন ভালো থাকি’। এটি পরিচালনা করেছেন সীমান্ত সজল। লিখেছেন শফিকুর রহমান শান্তনু।

নাটকটি সম্পর্কে সীমান্ত সজল বলেন, ‘মাসের ত্রিশ দিন ভালো থাকার জন্য আমরা কত কিছুই না করি! আদৌ কি আমরা ভালো থাকতে পারি? না কি ভালো থাকার জন্য প্রত্যেকে যে যার জায়গায় লড়াই করি। আমরা আসলে বুকে নিয়ে  মুখে বলি,ভালো আছি। ত্রিশ দিন না হোক, অন্তত একদিন তো আমরা ভালো থাকার জন্য চেষ্টা করতে পারি। অন্যের জন্য না হোক,  নিজের জন্য নিজে একদিন ভালো থাকি।’

খণ্ডনাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ঊর্মিলা শ্রাবন্তী কর, শ্যামল মাওলা, দীপক কর্মকার, শিখা কর্মকার, বৈদ্যনাথ সাহা সহ আরও অনেকে। আজ (১৫ ডিসেম্বর) রাত ৮টায় আরটিভিতে নাটকটি প্রচারিত হবে।

সারাবাংলা/আরএসও/পিএম


আরও পড়ুন :

‘বিজয়ের গল্প’ নিয়ে বিজয় দিবসের গান

আমজাদ হোসেনের সঙ্গে আমার বাজি ধরার কাহিনিটা

সিয়ামের হঠাৎ হলুদ, নতুন বছরে বিয়ে

ব্যাংককে সরকারি ছুটি, আমজাদ হোসেনের মরদেহ দেশে আনতে বিলম্ব

‘শরীরের ক্যান্সার দূর করা যায়, মনের ক্যান্সার দূর করা যায় না’

‘আমজাদ হোসেনের মৃত্যুতে প্রিয়জন হারানোর ব্যথা পেয়েছি’

বরেণ্য চলচ্চিত্রকার আমজাদ হোসেন আর নেই


আরও দেখুন :  একজন আমজাদ হোসেন [ভিডিও স্টোরি]

বিজ্ঞাপন

ঊর্মিলা শ্রাবন্তী কর একদিন ভালো থাকি শ্যামল মাওলা সীমান্ত সজল

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর