নানা আয়োজনে হুমায়ূন স্মরণ
১৩ নভেম্বর ২০১৮ ১৫:০১ | আপডেট: ১৩ নভেম্বর ২০১৮ ১৫:৫৩
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
বাংলা সাহিত্যের কিংবদন্তি কথাসাহিত্যিক এবং বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন নাটকের নন্দিত নির্মাতা হুমায়ূন আহমেদ। আজ (১৩ নভেম্বর) তার ৭০তম জন্মদিন। এ উপলক্ষে চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে ‘হুমায়ূন মেলা’। সকাল থেকেই হিমুপ্রেমিরা হলুদ পাঞ্জাবি গায়ে আসতে থাকে আয়োজনে। হলুদ বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়।
উন্মুক্ত মঞ্চ থেকে পরিবেশিত হয় হুমায়ূন আহমেদের লেখা গান। গান পরিবেশন করেন ফকীর আলমগীর, রফিকুল আলম, আকরামুল হক, চন্দনা মজুমদার, কিরণ চন্দ্র রায়, আগুন, সেলিম চৌধুরীসহ অন্যান্য শিল্পীরা।
হুমায়ূন আহমেদ স্মরণে স্মৃতিকথায় অংশ নেন স্কয়ার গ্রুপের চেয়ারম্যান অঞ্জন চৌধুরী, চলচ্চিত্র প্রযোজক একেএম জাহাঙ্গীর খান, প্রফেসর নূরজাহান সরকার সহ উপস্থিত বিশিষ্টজনেরা।
অনুষ্ঠানে হিমু ও রূপারা কেক কেটে হুমায়ূন আহমেদের জন্মদিন উদযাপন করেন। গান ছাড়াও অনুষ্ঠানে পরিবেশিত হয় নৃত্য। মেলায় আছে হুমায়ূন আহমেদের বইয়ের স্টল। ছিল শিশুদের ছবি আঁকার পর্ব।
উল্লেখ্য, ১২ নভেম্বর রাত ১২টা ১ মিনিটে হুমায়ূন আহমেদের বাসায় কেক কেটে জন্মদিন উদযাপন করেন পরিবারের সদস্যরা।
সারাবাংলা/পিএ/এএসজি
আরও পড়ুন :
কেমন দেখতে সাংবাদিক ‘প্রীতি’
‘মাই নেইবর টটোরো’ দেখবে চীন
১৫ বছর পর বড় পর্দায় অপি করিম