Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চার শিল্পী পেলেন প্রধানমন্ত্রীর অনুদান


৮ নভেম্বর ২০১৮ ১৪:৪১ | আপডেট: ৮ নভেম্বর ২০১৮ ১৬:০৫

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট।।

বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বা গুণীজনদের আর্থিকভাবে সহায়তা করে থাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই ধারাবাহিকতায় এবার সাংস্কৃতিক অঙ্গনের চার জনপ্রিয় শিল্পীকে আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী। মোট ৯০ লাখ টাকার অনুদান প্রদান করেছেন তিনি।

বৃহস্পতিবার (৮ নভেম্বর) সকাল ১০টার দিকে গণভবনে অনুদান দেয়া হয়। অনুদান প্রাপ্ত শিল্পীরা হলেন, প্রবীর মিত্র, নূতন, কুদ্দুস বয়াতি এবং রেহানা জলি। প্রবীর মিত্র ও রেহানা জলি পেয়েছেন ২৫ লাখ টাকা করে এবং অভিনেত্রী নূতন ও শিল্পী কুদ্দুস বয়াতি পেয়েছেন ২০ লাখ করে।

অসহায় শিল্পীদের অনুদান দেয়ায় শিল্পী ঐক্যজোটের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান সংগঠনটির সভাপতি ডি এ তায়েব ও সাধারণ সম্পাদক জিএম সৈকত।

সারাবাংলা/আরএসও/পিএ


আরও পড়ুন :

দীপিকা-রণবীরের বিয়ে ইতালীতে হবে তো!

প্রধানমন্ত্রীকে নিয়ে তথ্যচিত্র ‘শেখ হাসিনা দ্য লিডার’

আবারও ধরা পড়লেন অর্জুন-মালাইকা

তিউনিশিয়ার কারথেজ ফিল্ম ফেস্টিভ্যালে ‘হালদা’


আব্দুল কুদ্দুস বয়াতি নূতন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবীর মিত্র রেহানা জলি