Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

থামল বৃষ্টি, খেলা শুরু দুপুর একটায়

স্পোর্টস করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২৫ ১২:১৫ | আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ১৫:৪৮

বৃষ্টিতে ভেসে গেছে সিলেট টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনের খেলা

সিলেটে সকাল থেকেই ঝমঝম বৃষ্টি। টানা বর্ষণে শুরুই হতে পারেনি বাংলাদেশ-জিম্বাবুয়ের প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা। দুই দলের ক্রিকেটাররা মাঠে এলেও করতে পারেননি গা গরমের অনুশীলনও। ভেসে গেছে দিনের প্রথম সেশনের খেলা। অবশ্য আশার খবর, থেমেছে বৃষ্টি। শুরু হয়েছে মাঠকর্মীদের ব্যস্ততা।

তৃতীয় দিনের খেলার প্রথম বলটা মাঠে গড়াবে দুপুর একটায়। দুই দল চা-বিরতিতে যাবে ৩টা ২০ মিনিটে। শেষ সেশনের খেলা ৩টা ৪০ মিনিটে শুরু হয়ে চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

সিলেট টেস্টের প্রথম দিন বৃষ্টির জন্য খেলা বন্ধ হলেও সেটা দীর্ঘায়িত হয়নি। গত দুই দিনে মেঘলা আকাশ থাকলেও আজকের মতো বৃষ্টি ছিল না। অবশ্য এই টেস্টের পাঁচ দিন জুড়েই ছিল বৃষ্টির পূর্বাভাস।

বিজ্ঞাপন

প্রথম ইনিংসে বাংলাদেশকে ১৯১ রানে গুটিয়ে দেয়ার পর ৮২ রানের লিড নেয় জিম্বাবুয়ে। শন উইলিয়ামসের ফিফটিতে ২৭৩ রান করে তারা। জবাবে ১ উইকেটে ৫৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করে বাংলাদেশ। ২৫ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শুরু করবেন বাংলাদেশের মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হক।

সারাবাংলা/জেটি
বিজ্ঞাপন

ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
১৫ ডিসেম্বর ২০২৫ ০৮:২৯

আরো