কে হচ্ছেন বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ?
২৮ মার্চ ২০২৫ ১৪:৩৪
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বর্তমান পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন আন্দ্রে অ্যাডামস। নিউজিল্যান্ডের সাবেক এই পেসার বাংলাদেশ দলের দায়িত্বে নিয়োগ পান ২০২৪ সালের ফেব্রুয়ারিতে। তার চুক্তির মেয়াদ আছে আগামী বছর ফেব্রুয়ারি পর্যন্ত। তবে বিসিবি সূত্রে জানা গেছে, তার পারফরম্যান্স আর মাঠের ফলাফল নিয়ে ঠিক সন্তুষ্ট নয় টিম ম্যানেজমেন্ট।
নাহিদ রানা-তাসকিন আহমেদদের জন্য তাই নতুন পেস বোলিং খুঁজতে শুরু করেছে বিসিবি। ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি সান’-এর বরাতে জানা গেছে, সাবেক পাকিস্তানি পেসার উমর গুল ও সাবেক অস্ট্রেলিয়ান পেসার শন টেইটের সাথে ইতোমধ্যে যোগাযোগ করেছে বিসিবি।
২০২০ সালে সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নেয়া্র পর উমর গুল শুরু করেছেন কোচিং। বর্তমানে কাজ করছেন পাকিস্তানের পেস বোলিং কোচ হিসেবে। এর আগে পাকিস্তান সুপার লিগে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ও আফগানিস্তান জাতীয় দলের সাথে কাজ করেছেন তিনি। সব মিলিয়ে পাকিস্তানের জার্সিতে ৪৭ টেস্ট, ১৩০ ওয়ানডে ও ৬০টি টি-টোয়েন্টি খেলেছেন সাবেক এই ডানহাতি পেসার।
২০০৭ সালে অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ জেতা শন টেইটকে অবশ্য আগেও বোলিং কোচ হওয়ার প্রস্তাব দিয়েছে বিসিবি। সর্বশেষ বিপিএলেও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রধান কোচ হয়ে এসেছিলেন সাবেক এই এক্সপ্রেস পেসার। তখনও বিসিবি অফিসিয়ালদের কাছ থেকে বাংলাদেশের পেস বোলিং কোচ হওয়ার প্রস্তাব পান তিনি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর ফুল টাইম কোচিংকেই বেছে নিয়েছেন তিনি। পাকিস্তান জাতীয় দলের দায়িত্বে ছিলেন এক বছর। বিপিএল, পিএসএল-সহ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগের কোচিংয়ে দেখা যায় তাকে।
ওদিকে দলের প্রধান কোচ ফিল সিমন্সের চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিনের চুক্তির মেয়াদও বাড়ছে শীঘ্রই।
সারাবাংলা/জেটি