হেড কোচ ফিল সিমন্সের দায়িত্ব বাড়ল ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত
২৫ মার্চ ২০২৫ ২১:৫৮ | আপডেট: ২৬ মার্চ ২০২৫ ১১:০৫
বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ ফিল সিমন্সের মেয়াদ বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব বাড়ানো হয়েছে ক্যারিবিয়ান এই কোচের।
মঙ্গলবার (২৫ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। চন্ডিকা হাথুরুসিংহে বিদায়ের পর সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত হেড কোচের দায়িত্ব পেয়েছিলেন ফিল সিমন্স। সিমন্সের মেয়াদকাল শেষ হওয়ার আগ থেকেই শোনা যাচ্ছিল, তার কাজে সন্তুষ্ট বিসিবি। ফলে চাকরির মেয়াদ বাড়তে পারে এই ক্যারিবিয়ানের। আজ তার আনুষ্ঠানিক ঘোষণা এলো।
নিজের অভিব্যক্তিতে সিমন্স বলেছেন, ‘বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে দীর্ঘমেয়াদে কাজ করার সুযোগ পেয়ে আমি আনন্দিত। এই দলের মধ্যে যে প্রতিভা রয়েছে তা বলার অপেক্ষা রাখে না এবং আমি বিশ্বাস করি আমরা একসঙ্গে দারুণ কিছু অর্জন করতে সক্ষম হব। আমি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
ক্যারিবিয়ান এই কোচ আরও বলেন, ‘ইতোমধ্যে কিছু অসাধারণ খেলোয়াড়ের সঙ্গে কাজ করে, আমি এই দলের মধ্যে অপরিসীম প্রতিশ্রুতি দেখতে পাচ্ছি। তাদের দক্ষতা এবং খেলার প্রতি আবেগ আমাকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করে। একসঙ্গে আমরা বাংলাদেশ ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যেতে এবং আমরা সত্যিই বিশেষ কিছু তৈরি করতে পারি।’
গত অক্টোবরে বাংলাদেশ দলের হেড কোচ হিসেবে দায়িত্ব নেন ফিল সিমন্স। তার অধিনে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজ, আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ ও ওয়েস্ট ইন্ডিজে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তার অধিনেই খেলেছে বাংলাদেশ। ফলাফল খুব একটা ভালো না হলেও সিমন্সের কাজের প্রসেসে খুশি বিসিবি।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২৬টি টেস্ট ও ১৪৩টি ওয়ানডে খেলা সিমন্সের কোচিং ক্যারিয়ার অনেক সমৃদ্ধ। ২০০৪-০৫ মৌসুমে জিম্বাবুয়ের কোচ হিসেবে কোচিং ক্যারিয়ার শুরু তার। তার অধিনে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছে ওয়েস্ট ইন্ডিজ। কাজ করেছেন আয়ারল্যান্ড, আফগানিস্তানদেরও। পিএসএল, এমএলসির মতো ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট লিগেও কাজ করার অভিজ্ঞতা আছে সিমন্সের।
সারাবাংলা/এসএইচএস