ভারত ম্যাচের আগে বাংলাদেশ দলে দুঃসংবাদ
২৫ মার্চ ২০২৫ ১৫:৩৭ | আপডেট: ২৫ মার্চ ২০২৫ ১৫:৫৩
আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। এর আগেই দুঃসংবাদ পেল বাংলাদেশ শিবির। শেষ মুহূর্তের চোটে ২৩ জনের চূড়ান্ত স্কোয়াডে জায়গা হয়নি মিডফিল্ডার কাজেম শাহ। তবে এখনও ম্যাচের চূড়ান্ত স্কোয়াড প্রকাশ হয়নি।
২৪ জন ফুটবলারের স্কোয়াড নিয়ে ভারতে গিয়েছেন হাভিয়ের কাবরেরা। অনুমিতভাবেই বাদ পড়তেন একজন। তবে সেটা যে কাজেমই হবেন সেটা হয়তো তিনি নিজেও আশা করেননি। দলীয় সূত্রে জানা গেছে অন্য এক ফুটবলারকেই বাদ দিতে চাচ্ছিলেন কাবরেরা। কারণ পারফরম্যান্স নয়, বরং হ্যামস্ট্রিংয়ের চোটেই শেষ পর্যন্ত কাজেমকে থাকতে হচ্ছে স্কোয়াডের বাইরে।
কাজেম ছাড়াও ইনজুরি ইস্যু আছে আরও কয়েকজন ফুটবলারের। কিন্তু চোট সহনীয় পর্যায়ে থাকায় খেলার অবস্থায় আছেন তারা।
সাবেক ক্রিকেটার হালিম শাহ’র ছেলে কাজেম। তার জন্ম বাংলাদেশে হলেও বেড়ে উঠেছেন কানাডায়। প্রবাসী এই ফুটবলার গত কয়েক মৌসুম ধরে খেলছেন বাংলাদেশে প্রিমিয়ার লিগ।
সারাবাংলা/জেটি