Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইসিসির মাসসেরা মনোনয়নে বাংলাদেশের শারমিন

স্পোর্টস করেসপন্ডেন্ট
৫ ডিসেম্বর ২০২৪ ১৭:০৮ | আপডেট: ৫ ডিসেম্বর ২০২৪ ১৮:৪৭

এক বছরের বেশি সময় পর ওয়ানডে দলে ফিরেই তাক লাগানো পারফর্ম করেছিলেন বাংলাদেশ নারী দলের ক্রিকেটার শারমিন আক্তার সুপ্তা। নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দুটি ম্যাচ খেলে দুই ম্যাচেই বড় ইনিংস খেলেছেন। যার স্বীকৃতি মিলল আইসিসি থেকেও।

আইসিসির নভেম্বর মাসের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের শারমিন। প্রতি মাসে ছেলে ও মেয়ে ক্রিকেটে একজন করে সেরা ক্রিকেটার নির্বাচন করে আইসিসি। তার জন্য প্রাথমিকভাবে তিন জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়। সেখান থেকে পরে সেরা নির্বাচন করা হয়।

বিজ্ঞাপন

শারমিন নভেম্বর মাসের তিন জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন। তার সঙ্গে তালিকায় অপর দুই নারী ক্রিকেটার হলেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার নাদিন ডি ক্লার্ক ও ইংল্যান্ডের ড্যানি ওয়াট-হজ। ছেলেদের ক্রিকেটে তিন জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন ভারতের যশপ্রীত বুমরা, পাকিস্তানের হারিস রউফ ও দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেন।

গত মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি ওয়ানডে খেলা শারমিন প্রথম ওয়ানডেতে ৮৯ বলে করেছিলেন ৯৬ রান। পরের ওয়ানডেতে করেন ৬৩ বলে ৪৩ রান। দুটি ইনিংসই বাংলাদেশের জয়ে বড় অবদান রেখেছে। এরপর ২ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়া তৃতীয় ওয়ানডেতে ৮৮ বলে করেছিলেন ৭২ রান।

শারমিনের সঙ্গে বাকি যে দুজন তালিকায় জায়গা পেয়েছেন তাদের একজন ইংল্যান্ডের ড্যানি ওয়াট-হজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরজে তিন ম্যাচে করেন ১৪২ রান। একই সিরিজে দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার নাদিন ডি ক্লার্ক ব্যাট হাতে ৮০ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ৪ উইকেট।

বিজ্ঞাপন

উল্লেখ্য, তিনজনের মধ্য থেকে সেরা নির্বাচনের ক্ষেত্রে জুরিদের পাশাপাশি দর্শকদের ভোটকেও বিবেচনা করা হবে। আইসিসির ওয়েবসাইটে নিজের পছন্দমতো ভোট দিতে পারবেন দর্শকরা।

সারাবাংলা/এসএইচএস

আইসিসি

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর