Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জ্যামাইকায় এবার তাইজুলের দাপট, জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
৪ ডিসেম্বর ২০২৪ ০৩:১০ | আপডেট: ৪ ডিসেম্বর ২০২৪ ০৩:২৬

নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ের পর জাকের আলী অনিকের স্মরণীয় এক ইনিংসের কল্যাণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জ্যামাইকা টেস্টে ২৮৭ রানের শক্ত লিড দাঁড় করিয়েছে বাংলাদেশ। পরে বল হাতে ক্যারিবিয়ান ব্যাটারদের চেপে ধরেছেন স্পিনার তাইজুল ইসলাম। যাতে জ্যামাইকা টেস্ট জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ।

বাংলাদেশের ২৮৭ রানের জবাব দিতে নেমে ১৫৬ রানে ষষ্ঠ উইকেট হারিয়ে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ। জয়ের জন্য এখনো ১৩০ রান দরকার ওয়েস্ট ইন্ডিজের, বাংলাদেশের দরকার ৪টি উইকেট। ওয়েস্ট ইন্ডিজের স্বীকৃত ব্যাটারদের মধ্যে অপরাজিত আছেন কেবল জাশুয়া ডি সিলভা।

বিজ্ঞাপন

জ্যামাইকার কিংসটনের সাবিনা পার্ক স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের শুরুটা হয়েছিল বেশ ইতিবাচক। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে দ্রুত রান তোলার পরিকল্পনা নিয়ে ব্যাটিং করেছে। ‘ঝুঁকি’টা কাজেও লেগেছে। জাকের আলী অনিক, মেহেদি হাসান মিরাজদের দারুণ ব্যাটিংয়ে বাংলাদেশের প্রথম ইনিংস গিয়ে থামে ২৬৮ রানে। ওয়েস্ট ইন্ডিজও যেন সেই পথে এগুতে চাইল!

অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট, কাভিম হজরা ওয়ানডে মেজাজে রান তুলতে চেয়েছেন। তবে তাইজুল ইসলাম নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে ক্যারিবিয়ানদের সেভাবে প্রভাব বিস্তার করতে দেননি। তাইজুলের হাত ধরেই প্রথম উইকেট পেয়েছে বাংলাদেশ।

বাংলাদেশি স্পিনারের দারুণ এক বল মিকাইল লুইয়ের ব্যাটের কানা ছুয়ে জুতায় লেগে ক্যাচ উঠে শর্ট লেগে। সহজ ক্যাচ নিতে কষ্ট হয়নি শাহাদাত হোসেন দিপুর। তৃতীয় আম্পায়ার আউট দেওয়ার আগে ১২ বলে ৬ রান করেন মিকাইল। দ্বিতীয় উইকেটে কেসি কার্টিসকে নিয়ে পাল্টা আক্রমণের পথ বেছে নেন ব্রাথওয়েট। তাসকিন আহমেদ এই জুটি ভেঙেছে। তাসকিনের বাইরের বল খোঁচা দিতে গিয়ে ৪৩ বলে ১৪ রান করা কেসি কার্টিস ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে।

বিজ্ঞাপন

এরপর ব্র্যাথওয়েটের সঙ্গে কেভিম হজের জুটি জমে উঠছিল। দুজনই ওয়ানডে গতিতে রান তুলতে চেয়েছেন। তাইজুল ভেঙেছেন এই জুটি। তাইজুলের টার্নে পরাস্ত হয়ে স্লিপে ক্যাচ তুলে দেন ব্র্যাথওয়েট। ফেরার আগে ৬৩ বলে দুটি চার একটি ছয়ে করেছেন ৪৩ রান।

পরের ওভারেই আলিক আথারনেজকে সরাসরি বোল্ড করে ম্যাচের বাংলাদেশের পাল্লা ভারি করেন তাইজুল। দিনের চা বিরতির আগে আর উইকেট যায়নি। চা বিরতির পরপরই জাস্পিন গ্রেভাসকে সরাসরি বোল্ড করেন তাসকিন আহমেদ।

সারাবাংলা/এসএইচএস

তাইজুল ইসলাম বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর