Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৫ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে বংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১ ডিসেম্বর ২০২৪ ২৩:৪৬ | আপডেট: ২ ডিসেম্বর ২০২৪ ০০:৩৯

জ্যামাইকা টেস্টে বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে ২ উইকেটে ৬৬ রান তুলেছিল বাংলাদেশ। সেখান থেকে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে বেশ ভালোই এগুচ্ছিলেন অপরাজিত দুই ব্যাটার সাদমান ইসলাম অনিক ও শাহাদাত হোসেন দিপু। কিন্তু ভালো খেলতে খেলতেই হঠাৎ যেন ঘাড়ে ভূত চেপে বসল বাংলাদেশি ব্যাটারদের! মোটামুটি ভালো একটা অবস্থানে থাকা বাংলাদেশ মাত্র ১৫ রানের ব্যবধানে চার চারটি উইকেট হারিয়ে খাদের কিনারায় গিয়েই ঠেকেছে। মধ্যাহ্ন বিরতির আগে ভারপ্রাপ্ত অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলাম সেখান থেকে বের করার চেষ্টা চালিয়ে গেলেন অবশ্য।

বিজ্ঞাপন

৬ উইকেটে ১২২ রান তুলে দ্বিতীয় দিনের মধ্যাহ্ন বিরতিতে গেছে বাংলাদেশ। বিরতির সময় ১৮ রানে অপরাজিত ছিলেন মিরাজ। তার সঙ্গে ৮ রানে ব্যাট করছিলেন স্পিনার তাইজুল ইসলাম।

জ্যামাইকার কিংসটনের সাবিনা পার্কে হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টি। আজ রোববার (১ ডিসেম্বর) ২ উইকেটে ৬৬ রান তোলা বাংলাদেশ দ্বিতীয় দিন শুরু করে বেশ ভালোই এগুচ্ছিল। তরুণ শাহাদাত হোসেন দিপু মাটি কামড়ে ক্যারিবিয়ান পেস সামলাচ্ছিলেন। সাদমান ইসলামও বেশ দেখেশুনে এগুচ্ছিলেন।

কিন্তু শামার জোসেফ আক্রমণে আসতেই যেন যাওয়া-আসার মিছিলে নেমে পরলেন বাংলাদেশি ব্যাটাররা। লাইন মিস করে হুট করেই বোল্ড হয়ে যান দারুণ খেলতে থাকা তরুণ শাহাদাত হোসেন দিপু। ফেরার আগে তরুণ ব্যাটার ৮৯ বলে করেছেন ২২ রান।

লিটন দাস ফিরেছেন পরের ওভারেই। সম্প্রতি সময়ে ছন্দহীন লিটন জায়গায় দাঁড়িয়ে ড্রাইভ খেলতে গিয়ে ক্যাচ দিয়েছেন স্লিপে। ৬ বলে ১ রান করে ফিরেছেন লিটন। আগের টেস্টের দুই ইনিংসেই বলার মতো ব্যাটিং করা জাকের আলী অনিকও আজ ব্যর্থ। শামার জোসেফকে পুল করতে গিয়ে বল হাওয়াই ভাসিয়ে দেন। সহজ ক্যাচ আউট হওয়ার আগে ১০ বল খেলে করেছেন ১ রান।

ফিফটি পাওয়া সাদমান ইসলাম অনিককেও ফেরান শামার জোসেফ। গতকাল দুবার ক্যাচ দিয়ে বেঁচে যাওয়া সাদমান ১৩৭ বলে ৬০ রান করার পর শামারের আউটসুইংয়ে পরাস্ত হয়ে ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে।

৯৮ রানে ষষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত লগেছেন মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর