Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তবে কি সাকিবের ক্যারিয়ার শেষ?— যা বললেন বিসিবি সভাপতি

স্পোর্টস করেসপন্ডেন্ট
১ ডিসেম্বর ২০২৪ ১৪:১৭ | আপডেট: ১ ডিসেম্বর ২০২৪ ১৭:২৯

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে সাকিব আল হাসানের না থাকার কথা শোনা যাচ্ছে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশ এই একটা ওয়ানডে সিরিজই খেলবে এবং সাকিব যেহেতু তাতে থাকছেন না তবে কি বাংলাদেশ ক্রিকেটে সাকিব অধ্যায় শেষ? এমন প্রশ্ন উঠেই যাচ্ছে। কারণ এই সিরিজ না খেলে সাকিবের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকাতে ‘প্রস্তুতি ঘাটতি’র বিষয়টি সামনে আসবে। তাছাড়া অনেকদিন ধরেই জাতীয় দলের বাইরে তিনি। এদিকে, টেস্ট ও টি-টোয়েন্টিতে অবসর নেওয়া সাকিব আগেই জানিয়ে রেখেছেন চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডেও ছাড়বেন। সাকিব যেহেতু ওয়েস্ট ইন্ডিজ সিরিজে থাকছেন না দুইয়ে দুইয়ে চার মিলিয়ে তবে কি বলা যায় বাংলাদেশ ক্রিকেটে সাকিব অধ্যায় শেষ?

বিজ্ঞাপন

এমন প্রশ্নের সরাসরি উত্তর দিলেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ। তবে বলেছেন, বাংলাদেশের হয়ে সাকিব খেলুক এটা তিনি চান।

রোববার (১ ডিসেম্বর) বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অফিসিয়াল মাসকট উদ্বোধন আয়োজনে এমন কথা বলেছেন তিনি।

আসন্ন বিপিএল এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবকে কি দেখা যাবে? এ প্রশ্নে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘সাকিব আল হাসানের ব্যাপারে আমি আসলে খুব বেশি উত্তর দিতে পারি না। এটা যদি আপনি আমাকে বারবার প্রশ্ন করেন, আমি আসলে তাহতে বিব্রতও না। আমি চাই সাকিব খেলুক। কিন্তু ওর যে বিষয়টা মানে ও যে কারণে আসতে পারছে না সেটার সঙ্গে ক্রিকেট বোর্ড আসলে কোনোভাবেই সম্পৃক্ত না। এটার উত্তর দেওয়া আমার জন্য সহজ না। আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীসহ যারা আছেন তাদের এই ব্যাপারটা মীমাংসা করতে হবে।’

আওয়ামী লীগ সরকার পতনের পর হত্যা মামলা হয়েছে গত সরকারের সাংসদ সাকিবের নামে। সেই সঙ্গে তার এবং তার স্ত্রীর ব্যাংক একাউন্ট বন্ধ করা হয়েছে। জানা যায়, সাকিব বাংলাদেশের হয়ে খেলা ব্যাপারে তিনটা শর্ত দিয়েছিলেন বোর্ডকে। তার দেশে আসা এবং ফিরে যেতে বাঁধা না পাওয়ার নিশ্চয়তা এবং তার ও তার স্ত্রীর ব্যাংক একাউন্ট সচল করা। কিন্তু বোর্ডের সেই ক্ষমতা নেই বলে সাকিবের প্রস্তাব ফিরিয়ে দেওয়া হয়েছে। এসব কারণেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সাকিবের না থাকার কথা শোনা যাচ্ছে।

তবে সাকিবকে এখনো পাওয়ার আশাই করে আছে বিসিবি। ফারুক আহমেদ বলেন, ‘ও এখনো আমাদের লিস্টে আছে। আশা করি যে ও যেভাবে চাচ্ছে এটাকে যদি সমাধান হয়। এটা অবশ্যই আমি মনে করি সাকিব এখনো ক্ষমতা রাখে জাতীয় দলে খেলার।’

বিজ্ঞাপন

তবে হুট করেই চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ঢুকে পরাটা যে কঠিন সেটাও বলেছেন বোর্ড সভাপতি ফারুক, ‘একটা ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা আর দেশের হয়ে খেলা এক জিনিস নয়। আমার মনে হয় খুব একটা মানসিকভাবে প্রস্তুত নয় সাকিব, দেশের হয়ে খেলার জন্য।’

সারাবাংলা/এসএইচএস

ফারুক আহমেদ বিসিবি সাকিব আল হাসান

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর