Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হান্টারের ফিফটিতে বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ সংগ্রহ আইরিশদের

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩০ নভেম্বর ২০২৪ ১৩:১২ | আপডেট: ৩০ নভেম্বর ২০২৪ ১৬:৩০

দ্বিতীয় ওয়ানডেতে ৬ উইকেটে ১৯৩ রান তুলেছে আয়ারল্যান্ড

আগের ম্যাচে ফিরেছিলেন রানের খাতা খোলার আগেই। দুই ওপেনার ফেরার পর আজ অ্যামি হান্টার একাই টেনে নিলেন আয়ারল্যান্ডের ইনিংস। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে তার ফিফটির সাথে অরলা প্রেন্ডারগেস্ট আর লরা ডিলানির ত্রিশোর্ধ্ব ইনিংসে বাংলাদেশের বিপক্ষে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ ১৯৩ রানের দলীয়  সংগ্রহ পেয়েছে আয়ারল্যান্ড। 

টস জিতে ব্যাট করতে নেমে আজও ব্যর্থ আইরিশ অধিনায়ক গ্যাবি লুইস। দলীয় নয় রানে সুলতানা খাতুনের বলে মিড উইকেটে আলতো ক্যাচে ফেরেন এই ডানহাতি ব্যাটার। উইকেটে সেট হয়েও আরেক ওপেনার সারা ফোর্বস ইনিংস বড় করতে পারেননি। বাঁহাতি স্পিনার নাহিদার বলে এলবিডব্লিউ হন তিনি। এর আগে পেসার মারুফা আক্তারের সুইং-মুভমেন্টে ভুগেছেন দুজনই। 

বিজ্ঞাপন

তবে তৃতীয় উইকেটে ঘুরে দাঁড়ায় আয়ারল্যান্ড। অরলার সাথে ২৪ ওভার ব্যাট  ৯১ রানের জুটি গড়েন উইকেটকিপার ব্যাটার অ্যামি হান্টার। ধীরগতির জুটি হলেও পরিস্থিতি অনুযায়ী সেটাই ছিল আদর্শ। কিন্তু ৩৫ তম ওভারে ব্রেক থ্রু পায় বাংলাদেশ। স্বর্ণা আক্তারের বলে রান আউটে মাঠ ছাড়েন অরলা। চার বলের ব্যবধানে ব্যক্তিগত ৬৮ রানে হান্টারকে ফেলেন লেগ বিফোরের ফাঁদে। এক ওভারে জোড়া উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় আইরিশরা। 

শেষদিকে ইনিংস টেনেছেন লরা ডিলানি। লিয়াহ পলের সাথে ২৬ রানের জুটির পর উনা রেমন্ডহয়ের সাথে গড়েন ৩৭ রানের জুটি। এই দুই জুটিতেই দুইশো ছোঁয়া সংগ্রহ পেয়েছে আয়ারল্যান্ড। স্বর্ণা আক্তারের দুর্দান্ত এক থ্রোতে রান আউট হওয়ার আগে ৫০ বলে ৩৩ রান করে লরা। 

আজ আইরিশদের ছয় উইকেটের মধ্যে দুটি নেন সুলতানা খাতুন। চার ওভারে মাত্র ছয় রানের স্পেলে এক উইকেট পেয়েছেন স্বর্ণা। নাহিদা নেন এক উইকেট।  

বিজ্ঞাপন

সারাবাংলা/জেটি

বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজ বাংলাদেশ নারী ক্রিকেট দল

বিজ্ঞাপন

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর