মিরপুরে মধ্যাহ্ন বিরতির আগে বাংলাদেশের উইকেটবৃষ্টি
২১ অক্টোবর ২০২৪ ১২:১৯ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৩:৪৬
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম সেশনেই চাপে চ্যাপ্টা বাংলাদেশ। টস জিতে ব্যাটিং করতে নেমে মধ্যাহ্ন বিরতির আগেই বাংলাদেশের ৬ উইকেট নেই। ৬ উইকেটে ৬০ রান নিয়ে টেস্টের প্রথম দিনের মধ্যাহ্ন বিরতিতে গেছে বাংলাদেশ দল।
বিরতির আগে ওপেনার মাহমুদুল হাসান জয় ৮৬ বল খেলে ১৬ রানে অপরাজিত ছিলেন। বাংলাদেশের পতন হওয়া ৬ উইকেটের চারজনই দুই অঙ্কের কোটা পেরুতে পারেননি। রানের খাতা খুলতে পারেননি ওপেনার সাদমান ইসলাম। এছাড়া মুমিনুল হক ৪, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৭ ও লিটন দাস আউট হয়েছেন ১ রান করে। মুশফিকুর রহিম ১১ ও মেহেদি হাসান মিরাজ ১৩ রানে ফিরেছেন।
সোমবার (২১ অক্টোবর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং নেওয়ার কারণ হিসেবে বাংলাদেশ অধিনায়ক জানিয়েছিলেন, উইকেট শুস্ক। এমন পিচে চতুর্থ ইনিংসে ব্যাটিং করা কঠিন। কিন্তু বাংলাদেশ বিপদে পরল প্রথম ইনিংসেই।
ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। সাদমান ইসলাম অনিক ভিয়ান মুল্ডারের হালকা সুইং বলে স্পিলে ক্যাচ দিয়েছেন সাদমান। তিনে নেমে মুমিনুল হক শুরু থেকেই প্রটিয়া পেসে ভুগছিলেন। চতুর্থ ওভারে ভিয়ান মুল্ডার সুইং বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন মুমিনুল।
চার ওভারের মধ্যে দুই উইকেট হারানো বাংলাদেশের বিপদ আরও বাড়িয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ফ্লিক করতে গিয়ে টপ এজড হয়ে মিড অফে ক্যাচ দিয়েছেন ৭ রান করা শান্ত। মুশফিকুর রহিম থিতু হওয়ার চেষ্টা করেও পারেননি। দুর্দান্ত এক ডেলিভারিতে মুশফিকের স্ট্যাম্প উপড়ে ফেলেছেন কাগিসো রাবাদা।
দ্রুত ফিরেছেন লিটন দাস ও মেহেদি হাসান মিরাজও। কাগিসো রাবাদার বলে পুশ করতে গিয়ে গালিতে ক্যাচ দিয়েছেন লিটন ফিরলে বাংলাদেশের স্কোর তখন ৫ উইকেটে ৪৭। মেহেদি হাসান মিরাজ খানিক বাদে ফিরেছেন কেশব মহারাজের স্পিনে। ২৪ বলে ১৩ রান করা মিরাজ মহারাজের বলে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন। তবে অন্যদের যাওয়া-আসার মিছিলে ওপেনার মাহমুদুল হাসান জয় দাঁতে দাঁত চেপে উইকেট আকড়ে আছেন।
সারাবাংলা/এসএইচএস