পাকিস্তানি কোচকে আবারও ডেকে আনল বিসিবি
১৯ অক্টোবর ২০২৪ ১৪:১৪ | আপডেট: ১৯ অক্টোবর ২০২৪ ১৪:৫৩
আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে বাংলাদেশ দলের সঙ্গে থাকবেন পাকিস্তানের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। পুরো সিরিজেই বাংলাদেশি স্পিনারদের নিয়ে কাজ করবেন তিনি।
মুশতাক আহমেদকে দীর্ঘমেয়াদে কোচ হিসেবে চেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু অন্য জায়গায় চুক্তিবদ্ধ থাকায় আপাতত দীর্ঘমেয়াদে চুক্তি করতে পারেননি মুশতাক। তবে ফাঁকা সময়ে বাংলাদেশে এসে কাজ করবেন বলে কথা ছিল তার সঙ্গে। সে অনুযায়ীই দক্ষিণ আফ্রিকা সিরিজে বাংলাদেশ দলের সঙ্গে থাকছেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার শাহরিয়ার নাফীস। তিনি জানান, তার সঙ্গে আমাদের কথা ছিলো প্রাইয়োর কমিটমেন্ট না থাকলে বিভিন্ন সময়ে এসে কাজ করবে। সেই হিসেবেই দক্ষিণ আফ্রিকা সিরিজে আপাতত থাকছে।
সর্বশেষ পাকিস্তান সিরিজে বাংলাদেশের স্পিন কোচ হিসেবে কাজ করেছিলেন মুশতাক। আজ শনিবার বাংলাদেশের অনুশীলনে শুরু থেকেই ছিলেন তিনি। অনুশীলনের ফাঁকে বাংলাদেশের নতুন হেড কোচ ফিল সিমন্সের সঙ্গে মাঠে লম্বা সময় আলোচনা করেছেন মুশতাক।
সারাবাংলা/এসএইচএস